খেলার খবর: বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেয়ায় স্প্যানিশ ক্লাবটির দুর্বল হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন লিওনেল মেসি। এ নিয়ে ঝড় উঠেছে ফুটবল বিশ্বে। তারই জের ধরে মেসিকে পাল্টা জবাব দিলেন রিয়ালের নতুন কোচ হুলেন লোপেতেগুই।
স্প্যানিশ লা লিগায় মেসি-রোনালদোর দ্বৈরথ নতুন নয়। তবে লা লিগায় মেসি-রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা এখন অতীত। জুলাইয়ে সিআর সেভেন রিয়াল ছেড়ে জুভেন্টাসে যোগ দেওয়ায় বেশ অবাকই হয়েছেন লিও মেসি। রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়ায় দলটির শক্তি কমেছে বলে মনে করেন মেসি। দলটি আর আগের মতো শক্তিশালী নেই। মেসির ভাষায়, রোনালদোর অনুপস্থিতিতে রিয়ালের ‘শক্তি কমেছে’। সেই সঙ্গে জুভেন্টাসে যোগ দেওয়ায় ইতালিয়ান ক্লাবটিকে এবারের চ্যাম্পিয়নস লিগে ফেভারিটও মানছেন বার্সা তারকা।
কাতালুনিয়া রেডিওকে মেসি বলেন, “রিয়াল মাদ্রিদ বিশ্বের অন্যতম সেরা দল, তাদের স্কোয়াড দুর্দান্ত। কিন্তু রোনালদো ছেড়ে দেওয়ায় দলটির শক্তি কমেছে এবং জুভেন্টাস তাকে নিয়ে চ্যাম্পিয়নস লিগে পরিষ্কার ফেভারিট।”
এদিকে রোনালদোহীন রিয়ালকে খাটো করে না দেখতে মেসিকে অনুরোধ জানিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ হুলেন লোপেতেগুই। মেসিকে উদ্দেশ্য করেই রিয়াল কোচের উক্তি, “এই রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের আমি এক সেকেন্ডের জন্যও সন্দেহের চোখে দেখি না।”
মেসিকে পাল্টা জবাব রিয়াল কোচের
পূর্ববর্তী পোস্ট