মাষ্টার মফিজুর রহমান : “শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদেশ” এই স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ১০টাকা কেজি দরে আবারো চাউল বিতরণ করা হয়েছে। সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি বাজারে বুধবার সকালে চাউল বিতরণকালে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমান সানা, খাদ্য বান্ধব কর্মসূচির দূর্নীতি প্রতিরোধ কমিটির ইউনিয়ন তদন্ত কর্মকর্তা উপ-সহকারি কৃষি অফিসার কিরণ্ময় সরকার, ইউপি সদস্য মো. ইকবাল আনোয়ার সুমন, মাধবকাটি বাজার কমিটির সভাপতি ও ৭নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের বিশ্বাস, বাংলাদেশ বেতারের কবি ও নাট্যকার ডা. মো. সামছুজ্জামান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খাদ্য অধিদপ্তর কর্তৃক হতদরিদ্রদের জন্য স্বল্প মূল্যে খাদ্য শষ্য বিতরণে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় মাধবকাটি বাজারে ডিলার মো. শফিউর রহমানের মাধ্যমে ১০টাকা কেজিতে এসব হতদরিদ্র পরিবারের মাঝে স্বল্প মূল্যে খাদ্য শষ্য বিতরণ করা হয়েছে।
মাধবকাটি বাজারে আবারো ১০টাকা কেজিতে চাউল বিতরণ
পূর্ববর্তী পোস্ট