বিদেশের খবর: ভারতের জম্মু ও কাশ্মীরের কিশতয়ার জেলায় একটি মিনিবাস খাদে পড়ে ১৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় এনডিটিভি।
কিশতয়ার পুলিশের সিনিয়র এসপি রাজেন্দ্র গুপ্ত জানান, ৩০ জনেরও বেশি যাত্রী নিয়ে বাসটি কেশওয়ান থেকে কিশতয়ার যাচ্ছিল। পথে থাকরাইয়ের কাছে দানদারানে এ দুর্ঘটনা ঘটে। চালক বাসটির নিয়ন্ত্রণ হারালে সেটি সড়ক থেকে প্রায় ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই ১৩ জন নিহত হন। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে জম্মু নিয়ে যাওয়া হয়েছে।
কিশতয়ারের উপকমিশনার আংগ্রে সিং রানা নিহতদের পরিবারকে ৫ লাখ রুপি ও আহতদের ৫০ হাজার রুপি দেয়ার ঘোষণা দেন।
জম্মু-কাশ্মীরে বাস খাদে পড়ে নিহত ১৩
পূর্ববর্তী পোস্ট