বিদেশের খবর: ইয়েমেনের পূর্বাঞ্চলীয় আল-মাহরান প্রদেশে সৌদি আরবের একটি গোয়েন্দা হেলিকপ্টার বিধ্স্ত হয়েছে। এ ঘটনায় হেলিকপ্টারের পাইলট ও কো-পাইলট নিহত হয়।
আরবী ভাষার ওয়েবসাইট আল-ওমানার খবর অনুসারে, শুক্রবার ইয়েমেনের তানহালা পাহাড়ি এলাকায় গোয়েন্দা অভিযানের সময় হেলিকপ্টারটি বিধ্স্ত হয়েছে।
সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটির কারণ বোয়িং এএইচ-৬৪ মডেলের অ্যাপাচি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
ইয়েমেনের কয়েকটি সূত্র বলেছে, তেল-সমৃদ্ধ মাহরান অঞ্চলে সৌদি সেনারা ছড়িয়ে পড়ছে। সম্প্রতি ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদি এ প্রদেশ সফর করেছেন এবং সেখানে তাকে স্বাগত জানান ইয়েমেনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত মুহাম্মাদ আল-জাবের।
ইয়েমেনে সৌদি হেলিকপ্টার বিধ্স্ত, পাইলট নিহত
পূর্ববর্তী পোস্ট