তালা প্রতিনিধি : তালা শহীদ কামেল মডেল হাইস্কুল একাডেমি ভবনের উর্দ্বমূখী সম্প্রসারণ কাজের ফলক উন্মোচন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে সাতক্ষীরা (তালা-কলারোয়া)১ আসনের সংসদ সদস্য এ্যড. মুস্তফা লুৎফুল্লাহ মঙ্গলবার সকালে স্কুলের প্রাঙ্গনে উদ্ধোধন করেন।
এই উপলক্ষে এক আলোচনা সভায় তালা ডিগ্রী মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রহমানের সভাপতিত্বে ও স্কুলের প্রতিষ্টাতা সভাপতি এমএ কাশেমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপেজলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা জেলা শিক্ষা অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী জাহিদ বিন গোফুর,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুনেচ্ছা খানম, তালা থানার ওসি মেহেদী রাসেল,তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান,জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রনব ঘোষ বাবলু,জেলা পরিষদের সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন,তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক শক্তি পদ।
প্রসঙ্গগত,শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে তালা শহীদ কামেল মডেল হাইস্কুল তিনতলা ভিত্তি বিশিষ্ট বিদ্যমান একতলাএকাডেমি ভবনের উর্দ্বমূখী সম্প্রসারণ কাজের ফলক উন্মোচন করা হয়।
তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে ভবনের সম্প্রসারণ কাজের উদ্বোধন
পূর্ববর্তী পোস্ট