প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় পবিত্র আশুরা পালন উপলক্ষ্যে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সাতক্ষীরা আল্-রাজী পাঠাগারে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আল্-রাজি পাঠাগারের পরিচালক আতাহার আলী খানের সভাপতিত্বে এ আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রবীণ আইনজীবী এড. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন, পাটকেলঘাটা মসজিদের খতিব আহম্মাদ আলী চৌধুরি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ও সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, আল্-রাজী পাঠাগারের কুরআন শিক্ষক হাফেজ শেখ কামরুল ইসলাম। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে পবিত্র আশুরা সম্পর্কে বলেন, কারবালায় ফুরাত নদীর তীরে ইয়াজিদ তার সৈন্য বাহিনী দিয়ে হযরত ইমাম হুসাইনকে নির্মমভাবে হত্যা করে। এই দিনটাকে সকল মুসলমানদের যথাযথ মর্যাদায় পালন করা উচিত।
সাতক্ষীরায় আল্-রাজী পাঠাগারের পবিত্র আশুরা পালন
পূর্ববর্তী পোস্ট