
টসে হেরে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১৬৯ রান করে সিডনি সিক্সার্স। এরপরই শুরু হয় বৃষ্টি। ডাকওয়ার্থ লুইসের ম্যারপ্যাচে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় আট ওভারে ৮৪ রান। সৌম্য সরকার তিনটি উইকেট নেন। এছাড়া তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ দুটি করে উইকেট পান।
জবাবে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া সৌম্য সরকার ২০ ও মুশফিকুর রহিম ১৫ রান করেন।