অনলাইন ডেস্ক: ভারতে পাচার হওয়ায় ১ সন্তানের জননী কৌশলে দেশে ফিরে গত শনিবার পিতা মাতার সাথে শ্যামনগর প্রেসক্লাবে এসে তার করুণ কাহিনী সংবাদিকদের জানান। সে শ্যামনগর উপজেলার সেন্টার কালিনগর গ্রামের মতিয়ার মল্লিকের কন্যা। তিনি জানান, গত ০৬/০১/২০১৭ তারিখে একই গ্রামের মৃত তালেব মল্লিকের ছেলে কালাম মল্লিক তাকে ঝিয়ের কাজের জন্য তারই আত্মীয় বাগেরহাট জেলার কাঠাঁয় বাড়ীয়া গ্রামের জাকির হোসেনের বাড়ী পাঠান। কিছু দিন সেখানে থাকার পর জাকির হোসেন তাকে নিয়ে ভারতের পতিতালয়ে বিক্রয় করে আসে। সেখানে দীর্ঘ সময় শাররিক ও মানসিক অত্যাচার সইতে হয়েছে তাকে। কৌশলে গত ২০ সেপ্টেম্বর নিজ বাড়ীতে অথাৎ বাংলাদেশে ফিরে আসে। এদিকে দীর্ঘ দিন তার সাথে তার পিতার যোগাযোগ না থাকায় বা কোন খোঁজ না পাওয়ায় তার পিতা মতিয়ার মল্লিক বাদী হয়ে সাতক্ষীরা আদালতে ২৪/০৫/২০১৭ তারিখে মানব পাচারের মামলা করে। বিজ্ঞ আদালত শ্যামনগর থানাকে এজাহার নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। শ্যামনগর থানা গত ০১/০৬/২০১৭ তারিখে এজাহার হিসেবে গণ্য করে যাহার মামলা নং- ২, যার জিআর নং- ২০৮/১৭। মামলার আসামী আবুল কালাম, জাকির হোসেন, মুজিবর গাজী ও তোফাজউদ্দীন গাজী। মামলাটি আদালতে চলমান অবস্থায় গত ২৫/০৬/২০১৮ তারিখে সি,আই,ডিতে স্থানান্তর করেন। বর্তমানে মামলটা সিআইডিতে তদন্তাধীন রয়েছে। অথচ মামলার আসামীরা বর্তমানে ফিরে আসায় ১ সন্তানের জননী সহ তার পিতা মাতাকে জীবন নাশের হুমকি দিচ্ছে। এবিষয় তারা সিআইডি সহ প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন ।
পূর্ববর্তী পোস্ট