সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সারা জেলায় ২৩৬টি ব্লকে আমন ধান ক্ষেতে ক্ষতিকর পোকামাকড় সনাক্তকরণের জন্য আলোক ফাঁদ উৎসব অনুষ্ঠিত হয়েছে। এর অংশ হিসাবে সোমবার সন্ধ্যায় ঝাউডাঙ্গা মাঠে অনুষ্ঠিত আলোকফাঁদ উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চল খুলনার অতিরিক্ত পরিচালক কৃষিবিদ নিত্যরঞ্জন বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ কাজী আব্দুল মান্নান, উপ-পরিচালক সদর দপ্তর কৃষিবিদ মোহন কুমার ঘোষ, জেলা প্রশিক্ষন অফিসার কৃষিবিদ মোঃ নূরুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আমজাদ হোসেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মাহবুবুর রহমান, উপ-সহকারী কৃষি অফিসার অমল কুমার ব্যনার্জি, কিরন্ময় সরকার এবং স্থানীয় ইউপি সদস্য ও কৃষকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি