অনলাইন ডেস্ক: জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বিশ্ব নেতৃবৃন্দকে সতর্ক করে দিয়ে বলেছেন, বৈশ্বিক শৃঙ্খলা ক্রমান্বয়ে বিশৃঙ্খল হয়ে পড়ছে, বিশ্বাস ভঙ্গের পর্যায়ে এসে পৌঁছেছে। ‘রাজনৈতিক আগ্রাসনের’ বিষয়েও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তিনি এসব কথা বলেছেন।
গুতেরেস তাঁর ভাষণে কোনো বিশ্ব নেতার নাম উল্লেখ করেননি। তবে তিনি যে এর মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রক্ষণশীল নীতি, মেক্সিকো সীমান্তে প্রাচীর তোলা, নাফটাসহ আন্তর্জাতিক জোট থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে যাওয়ার হুমকি এবং ইরান চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের সমালোচনা করেছেন তা সুস্পষ্ট।
জাতিসংঘ মহাসচিব বলেছেন, নিজেদের জনগণের কল্যাণকে এগিয়ে নেওয়ার দায়িত্ব নেতাদের।
তিনি বলেন, সাধারণ মানুষের কল্যাণের অভিভাবক হিসেবে বহুপাক্ষিক জোট ব্যবস্থার সংস্কার, উজ্জীবিত, ও শক্তিশালীকরণ সমর্থন ও উন্নয়নের দায়িত্বও আমাদের রয়েছে। সূত্র: রয়টার্স
বিশ্ব নেতৃবৃন্দকে হুঁশিয়ারি জাতিসংঘ মহাসচিবের
পূর্ববর্তী পোস্ট