খেলার খবর: এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারানোর ক্ষমতা বাংলাদেশের আছে বলে মনে করছেন তাসকিন আহমেদ। নিজে না থাকলেও দল ফাইনালে যাওয়ায় স্বস্তি পাচ্ছেন বলে জানান ডানহাতি এ পেসার। বৃহস্পতিবার বিসিবি ভবনে অনুশীলন শেষে শিরোপার প্রত্যাশার কথা জানান তাসকিন।
গত এশিয়া কাপে বাংলাদেশের প্রতিটি ম্যাচেই খেলেছেন তাসকিন। চোট আর ফর্ম জটিলতায় এবার দলে নেই। আক্ষেপ হয়ত আছে, সেটি ব্যক্তিগত! সতীর্থদের উড়ন্ত পারফরম্যান্স তাই স্বস্তিই দিচ্ছে তাসকিনকে, ‘শেষ এশিয়া কাপে নিয়মিত ভালো পারফর্মার ছিলাম। যদিও এবার খেলতে পারতেছি না। তবুও স্বস্তি যে বাংলাদেশ ফাইনালে উঠেছে। যদি চ্যাম্পিয়ন হতে পারি, তাহলে আরও ভালো লাগবে।’
ফাইনালে জেতার ব্যাপারে কতটা আশাবাদী? তাসকিনের জবাব, ‘কঠিন চ্যালেঞ্জ হবে, তবে ভারতকে হারানোর সক্ষমতা আমাদের আছে। চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা অবশ্যই আছে। সবাই যদি নিজের সক্ষমতা অনুযায়ী খেলতে পারে, তাহলে আমরাই চ্যাম্পিয়ন হবো।’
ভারতের বিপক্ষে এরআগে বেশ কয়েকটি ক্লোজ ম্যাচ হাতছাড়া হয়েছে বাংলাদেশের। শিরোপার মঞ্চে নামার আগে সেইসব ম্যাচের ভুল থেকে শিক্ষা নেয়ার কথাও বললেন তাসকিন, ‘যদিও ভারতের সঙ্গে আমরা বড় বড় ইভেন্টে ক্লোজ ম্যাচ হেরেছি। আশা করি এবার সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আমরা এবার ভালো করব।’
আফগানিস্তান প্রিমিয়ার লিগে (এপিএল) খেলবেন তাসকিন। টাইগার পেসার মনে করছেন, এপিএলে ভালো করতে পারলে জাতীয় দলে ফেরার রাস্তা প্রশস্ত হবে তার। ম্যাচ খেলার সুযোগ পেলে নিজের সেরাটাই দিতে চান বলে জানালেন।
‘ফাইনালে ভারতকে হারানোর সক্ষমতা আমাদের আছে’
পূর্ববর্তী পোস্ট