খেলার খবর: ওপেনিং জুটি ক্লিক করছিল না কিছুতেই। তামিম ইকবালের শূন্যতাটা বেশ অনুভূত হচ্ছিল এশিয়া কাপের আগের ম্যাচগুলোতে। এবার সেই শূন্যতা ঘুচল ফাইনালে। ভারতের মতো দলের বিপক্ষে।
দুবাইয়ে মেকশিপ্ট ওপেনার মেহেদী হাসান মিরাজ আর লিটন দাসের ব্যাটে রীতিমত উড়ন্ত সূচনা পেয়েছে বাংলাদেশ। বিনা উইকেটেই শতরান পার করে ফেলেছেন তারা।
মিরাজ শুধু সাপোর্ট দিয়ে যাচ্ছেন। লিটন খেলছেন ঝড়ো গতিতে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ১১৭ রান। লিটন ৮৬ আর মিরাজ ৩২ রানে অপরাজিত আছেন।
এর আগে, দুবাইয়ে এশিয়া কাপের শিরোপা লড়াইয়ে টস জিতেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
বাংলাদেশ একাদশ : লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহীম, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।
ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শেখর ধাওয়ান, আম্বাতি রাইডু, দিনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি, কেদর যাদব, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদ্বীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ।