নিজস্ব প্রতিবেদক: যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমূখর পরিবেশে সাতক্ষীরায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভসূচনা করা হয়। এরপর সকাল ৮টায় সাতক্ষীরা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। একইসাথে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানেও পতাকা উত্তোলন করা হয়। এদিকে, জেলাবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরা ষ্টেডিয়ামে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা-২ (সদর) আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রিফাত আমিন ও সাতক্ষীরার পুলিশ সুপার আলতাফ হোসেন,সাতক্ষীরা পৌর মেয়র আলহাজ্ব তাজকিন আহমেদ চিশতি, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক এ.এন.এম মঈনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশমূল হক, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ প্রমুখ। এরপর, মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত, পুলিশ, বিএনসিসিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে ষ্টেডিয়ামে কুচকাওয়াজ ও শরীর প্রর্দশনী, রক্তদান কর্মসুচি অনুষ্ঠিত হয়। পরে জেলা শিল্পকলা একাডেমী মুক্তিযোদ্ধা বিষয়ক এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এছাড়াও দিবসটি উপলক্ষ্যে দিনব্যাপী সাঁতার প্রতিযোগিতা, ভলিবল প্রতিযোগিতা, মুক্তযোদ্ধা বিষয়ক চলচিত্র প্রদর্শনী, আলোকসজ্জা, পুরষ্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসচীর আয়োজন করা হয়। অপরদিকে, তালা উপজেলার খলিশখালি ইউনিয়নের পার-মাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় সহ¯্রাধিক কন্ঠে জাতীয় সংগীত।
এনজিওস ইন বাংলাদেশ: ১৬ই ডিসেম্বর ফেডারেশন অফ এনজিওস ইন বাংলাদেশ (এফএনবি) মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করেন। কর্মসূচির মধ্যে সাতক্ষীরা মুক্তিযোদ্ধা সংসদের সামনে থেকে র্যালি বাহির হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মিলিত হয়। জেলা এফএনবির সভাপতি এবং জেলা ব্র্যাক প্রতিনিধি মো: রেজাউল করিম খান এর নেতৃত্বে এফএনবির জেলা কোষাধ্যক্ষ বাপ্পি সাহা, বন্ধনের কোয়াডিনেটর মো: আসিফুর আলম, সুর্যমূখী সাতক্ষীরা পরিচালক রাশিদা মির্জা, নওয়াবেকী গণমুখী ফাউন্ডেশনের মনিরুজ্জামানসহ জেলা ও উপজেলার অন্যান্য সদস্য সংস্থা সমুহ উপস্থিত ছিলেন। এরপর মহান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন করা হয় এবং সদস্যবৃন্দ শহীদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য এক মিনিট নিরবতা পালন করেন।
সাতানী ভাদড়া স্কুল: সাতানী ভাদড়া স্কুল এন্ড কলেজের উদ্যোগে অধ্যক্ষ সিকদার আবুল কালাম আজাদের সভাপতিত্বে মহান বিজয় দিবস উদযাপিত হয়। সকাল ৮ ঘটিকায় প্রতিষ্ঠানের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক কর্মচারীর অংশ গ্রহণে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনায় অংশগ্রহণ করেন মোঃ ইবাদুল ইসলাম, শেখ সাব্বির আহম্মদ, মফিজুর রহমান, মোঃ নাজমুল আরেফিন, মোঃ ফারুক হোসেনসহ আরও অনেকে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সন্দীপ কুমার ম-ল।
সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের আয়োজনে কনফারেন্স রুমে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. মোদাচ্ছের আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মাহবুবুর রহমান, আনিছুর রহমান, রঞ্জন কুমার সরকার প্রমুখ। আলোচনাসভা শেষে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উল্লেখ্য মহান বিজয় দিবসের অনুষ্ঠানে ডিসপ্লেতে তৃতীয় স্থান অধিকার করেছে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মো. শফিকুল ইসলাম।
মাহেন্দ্র মালিক সমবায় সমিতি
নিজস্ব প্রতিবেদক : মাহিন্দ্রা থ্রি হইলার মাহেন্দ্র মালিক সমবায় সমিতির আয়োজনে মহান বিজয় ২০১৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে মাহিন্দ্রা থ্রি হইলার মাহেন্দ্র মালিক সমবায় সমিতির সভাপতি মো. মাছুম বিল্লাহের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা আওয়ামী যুব আইনজীবি সমিতির সভাপতি ও সাতক্ষীরা জজ কোর্টের এপিপি এড. তামীম আহমেদ সোহাগ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এড. সিরাজুল ইসলাম, মিজানুর রহমান, শাহিনুর রহমান, শরিফুল ইসলাম, কামরুল ইসলাম, বজলুর রহমান, মেহেদী হাসান, রবিউল ইসলাম, আতিকুর রহমান প্রমুখ।
দেবহাটায় নানা কর্মসুচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত
দেবহাটা ব্যুরো: নানা কর্মসূচী মধ্যদিয়ে যথাযোগ্য মর্যদায় দেবহাটায় মহান বিজয় পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষ্যে শুক্রবার সকাল ৭টায় ৩০ মিনিটে সকল শহীদদের স্মরণে দেবহাটা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সাংসদ, দেবহাটা প্রেসক্লাব, দেবহাটা রিপোর্টাস ক্লাব, উপজেলা আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা ও সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের নের্তৃবৃন্দরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্থাবক অর্পণ করে। পরে জাতীয় পতাকা উত্তোলন,দেবহাটা পাইলট হাইস্কুল মাঠে থানা পুলিশ, আনছার বাহিনী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বতঃষ্ফূর্ত অংশ গ্রহনে কুজকাওয়াজ, ডিসপ্লে, ক্রীড়া প্রতিযোগীতা, উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও বীরাঙ্গনা নারীদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি। এসময় দেবহাটা থানার অফিসার ইনচার্জ(ওসি) মামুন অর রশীদ(পিপিএম), ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্মœ সাধারণ সম্পাদক আনারুল হক, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা জাতীয়পার্টির সভাপতি ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ গাজী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আশরাফ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বাবু সুভাষ ঘোষ, ডেপুটি কমান্ডার ইয়াসিন আলী, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীরাসহ উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে মুক্তিযোদ্ধা বিষয়ক আলোচনা সভা ও ক্রীড়া অনুষ্ঠান এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
ঝাউডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত
জি.এম আবুল হোসাইন : সদর উপজেলার ঝাউডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় আওয়ামীলীগ, সহযোগী সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহান বিজয় দিবস পালিত হয়েছে। ইউনিয়ন আ’লীগ, যুবলীগ, মুক্তিযোদ্ধা সংসদ ও সহযোগী সংগঠন : ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, মুক্তিযোদ্ধা সংসদ ও সহযোগী সংগঠনের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে দলমত নির্বিশেষে এক বিজয় র্যালি ঝাউডাঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঝাউডাঙ্গা বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে এসে শেষ হয়। শুক্রবার সকালে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. রমজান আলী বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. আজমল উদ্দীন, সদর উপজেলা আ’লীগের সহ-সভাপতি মাস্টার আনিছ উদ্দীন, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বাবু অমেরন্দ্রনাথ ঘোষ, যুগ্ন সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুকুল, সাংগঠনিক সম্পাদক অশোক ঘোষ, ঝাউডাঙ্গা বাজার কমিটির সেক্রেটারি জাহিদ হোসেন, যুবলীগ নেতা সোহরাব হোসেন সাজু, আওয়ামীলীগ নেতা প্রভাষক আশরাফুজ্জামান বাবলু, সুনীল ঘোষ, ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মাষ্টার তারক নাথ পাল, সেক্রেটারি আব্দুর রশিদ, আক্তারুজ্জামান আতা প্রমুখ। ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাযিল মাদ্রাসা :ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাযিল মাদ্রাসার উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অধ্যক্ষ আবু সালেহ মুহাম্মদ তোফাইল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাষক মো. ইকবাল হোসেন, মাওলানা গোলাম মোস্তফা, মাওলানা আব্দুল্লাহ, আলতাফ হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. নুরুল বাসার। তুজলপুর জি সি মাধ্যমিক বিদ্যালয়: সদরের তুজলপুর জি সি মাধ্যমিক বিদ্যালয়ে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক মো. আবুল কাশেম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য ও মাধবকাটি বাজার কমিটির সভাপতি মো. আবুল খায়ের বিশ্বাস, মো. মনিরুজ্জামান, শিক্ষক মোহন লাল ঘোষ, রীপা রাণী মন্ডল, আসাবুর রহমান, তনুজা আফরোজ, মো. কবিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. মফিজুর রহমান। ঝাউডাঙ্গা বালিকা মাধ্যমিক বিদ্যালয়: বিদ্যালয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক আব্দুর রশিদের সভাপতিত্বে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রমজান আলী বিশ্বাস, সেক্রেটারি অমরেন্দ্রনাথ ঘোষ, শিক্ষক মো. মুজিবুর রহমান, মোহন লাল ঘোষ, সুদর্শন ঘোষ, মহিউদ্দীন আহমেদ, মাজেদা খাতুন প্রমুখ। পঙ্কজ সাহিত্য মজলিস : পঙ্কজ সাহিত্য মজলিস, ঝাউডাঙ্গা’র উদ্যোগে শুক্রবার বিকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঝাউডাঙ্গা গণকেন্দ্র পাঠাগারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ ও পঙ্কজ সাহিত্য মজলিস’র সভাপতি প্রফেসর মুহাম্মদ আবদুর রহীম। এসময় উপস্থিত ছিলেন পঙ্কজ সাহিত্য মজলিস’র সিনিয়র সহ-সভাপতি প্রফেসর বদরুজ্জামান হাছান, ডা. ফজলুল কবির, সাবেক শিক্ষক ও কবি মো. আমিনুল ইসলাম, মাধবকাটি সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক জি.এম আবুল হোসাইন, কবি মাগফুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পঙ্কজ সাহিত্য মজলিসের সাধারণ সম্পাদক আসমত চৌধুরী। ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়: সদর উপজেলার ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. আজমল উদ্দীন, ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. রমজান আলী বিশ্বাস, ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য মাষ্টার তারক নাথ পাল, প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, ম্যানেজিং কমিটির সদস্য মো. আলাউদ্দীন আলম, শিক্ষকম-লী সহ বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহ-প্রধান শিক্ষক মো. সরোয়ার হোসেন। সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয় : সদরের সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, প্রামাণ্য চিত্র প্রদর্শন ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান মো. মজনুর রহমান মালী, সদর থানা মুক্তিযোদ্ধা কমান্ডার’র অর্থ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন, প্রধান শিক্ষক আমিনূর রহমান, সাংবাদিক এস.এম আবু রায়হান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহ-প্রধান শিক্ষক মো. আলিমুর রহমান। বলাডাঙ্গা ছয়ঘরিয়া দাখিল মাদ্রাসা: বলাডাঙ্গা ছয়ঘরিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি সদস্য মো. শরিফুজ্জামান ময়না’র সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইকবাল আনোয়ার সুমন, ছয়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুর রশিদ, কবি ও সাবেক শিক্ষক মো. আমিনুল ইসলাম, ডা. মো. আব্দুল হাকিম, হাফেজ মাওলানা মো. মাহমুদুল হাসান প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসা সুপার মাওলানা মো. আব্দুল কুদ্দুস। ছয়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়: সদর উপজেলার ছয়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে র্যালি, চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণ করা হয়। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুকুল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. হাসানুজ্জামান ডবলু, ইউপি সদস্য মো. শরিফুজ্জামান ময়না, সাবেক প্রধান শিক্ষক মো. আজিজুর রহমান, ৮নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মো. আব্দুল গফ্ফার, সহ-সভাপতি এস. এম ওমর ফারুক, সাধারণ সম্পাদক মো. আবু শাহিন বুলি, যুগ্ন সম্পাদক মো. আকরাম আলী, প্রধান শিক্ষিকা মোছা. সেলিনা আক্তার, ওয়ালী উল আযম প্রমুখ। বলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়: সদর উপজেলার বলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। ম্যানেজিং কমিটির সভাপতি ও আ’লীগ নেতা আবুল খায়ের বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমান সানা, ইউপি সদস মো. ইকবাল আনোয়ার সুমন, মো. শরিফুজ্জামান ময়না, সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুল হাকিম, মো. আমিনুল ইসলাম, সাংবাদিক জি.এম আবুল হোসাইন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, সহ-প্রধান শিক্ষিকা মোছা. জাকিয়া সুলতানা, ম্যানেজিং কমিটির সদস্য মো. ফয়জুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারি শিক্ষক মো. আবুল কালাম আসাদ। আল আমিন মহিলা দাখিল মাদ্রাসা: মাধবকাটি আল আমিন মহিলা দাখিল মাদ্রাসায় র্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ম্যানেজিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমান সানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহ-সুপার মোছা. আছিয়া খাতুন, মাওলানা মো. ফারুক আহমেদ, মাওলানা মো. মহিবুল্লাহ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসা সুপার মাওলানা গোলাম রসুল।
ঝাউডাঙ্গা ওয়ার্কার্স পার্টির আলোচনা সভা
ঝাউডাঙ্গা অফিস: মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঝাউডাঙ্গা ইউনিয়ন নেতৃবৃন্দের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বেলা ১১ টায় সাদিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা সদর উপজেলার সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড শরীফুল্লাহ কায়সার সুমন। বক্তব্য রাখেন প্রভাষক সোহাগ হোসেন, সাদিকুল ইসলাম, প্রভাষক রাশেদ রেজা তরুণ। এসময় উপস্থিত ছিলেন পারভেজ শাহরীয়ার, সুবুজ হোসেন সাদ্দাম, বিপ্লব হোসেন, ইয়ারফ হোসেন দুখু, লস্কর হোসেন, নুরুল হাসান, আক্তারুল ইসলাম, মুজাহিদুল ইসলাম। আলোচকরা বলেন, ত্রিশ লাখ শহীদের আত্মদানে পাওয়া বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু কিছু ঘুষখোর, জুলুমবাজ, অন্যায়কারী, দুর্নীতিবাজ দালাল চক্রের কারণে সে অগ্রগতি ধুলিস্যাত হচ্ছে। এসব দালালের কারণে জামাত শিবিরের নাশকতাকারীরা ও সমাজ ধ্বংসের মাদক ব্যবসায়ীরা ধরা ছোয়ার বাইরে থেকে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে।
চাম্পাফুল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান
আমিনুর চাম্পাফুল প্রতিনিধি: চাম্পাফুল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৪৫ তম বিজয় দিবস মহা আড়ম্বরে পালিত হয়েছে। চাম্পা ফুল স.প্রা. বির প্রধান শিক্ষক শেখ শাহেদ নওয়াজ ও পূর্ব-চাম্পাফুল স. প্রা. বির প্রধানশিক্ষক মোঃ মোস্তাফিজুররহমানজানান ১৬ ডিসেম্বর সকালে ঐ সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরবর্তীতে বিদ্যালয়ের ছেলে-মেয়েদের মধ্যে কবিতা আবৃতি, বিজয় দিবসের উপর রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় সেশনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকদের উপস্থিতিতে দোয়া ও মোনাজাতের মাধ্যমে স্বাধীনতাযুদ্ধে শহিদদের আতœার মাগফিরাত কামনা করা হয়।
কুল্যায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান
কুল্যা প্রতিনিধি: আশাশুনির কুল্যায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় ও উৎসব মুখর পরিবেশে মহান বিজয় দিবস’১৬ পালিত হয়েছে। সূর্যদয়ের সাথে সাথে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানপাটে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। কুল্যা বেনাডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা ফিরোজা বেগম সহ সকল শিক্ষকবৃন্দ, গুনাকরকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শহিদ মিনারে আ’লীগ নেতা হুমায়ন কবির মন্টুর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পন, আবার গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকল শিক্ষককের অংশগ্রহনে পুষ্পস্তবক অর্পন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া আগরদাড়ী রহিমিয়া মাধ্যমিক বিদ্যালয়ে, মহিষাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে, গাবতলা মাধ্যমিক বিদ্যালয়ে, গুনাকরকাটি শাহ মোহাম্মদ ইয়াহিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও ছাত্র ছাত্রীদের উদ্যোগে প্রত্যুষে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। এসকল প্রতিষ্ঠানে বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী, সমাবেশ, ক্রীড়ানুষ্ঠান, মুক্তিযুদ্ধভিত্তিক কবিতা আবৃতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতারণ করা হয়।
কাদাকাটিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান
কাদাকাটি প্রতিনিধি: আশাশুনির কাদাকাটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় ও উৎসব মুখর পরিবেশে মহান বিজয় দিবস’১৬ পালিত হয়েছে। সূর্যদয়ের সাথে সাথে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানপাটে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয় কাদাকাটি আইডিয়াল বালিকা বিদ্যালয় পূর্ব কাদাকাটি প্রাথমিক বিদ্যালয় টেংরাখালি মাধ্যমিক বিদ্যালয় তেতুলিয়া মাধ্যমিক বিদ্যালয় কাদাকাটি ও তেতুলিয়া তালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলিতে মহান বিজয় দিবস পালিত হয়।
আশাশুনি উপজেলা প্রশাসন
আশাশুনি ব্যুরো: আশাশুনিতে যথাযোগ্য মর্যাদা ও উৎসব মুখর পরিবেশে মহান বিজয় দিবস পালিত আশাশুনিতে যথাযোগ্য মর্যাদা ভাবগাম্ভীর্যে ও উৎসব মুখর পরিবেশে মহান বিজয় দিবস’১৬ উদযাপন করা হয়েছে।
শুক্রবার সূর্যদয়ের সাথে সাথে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত ও দোকানপাটে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রত্যুষে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সকাল ৮টায় উপজেলা কেন্দ্রীয় শহিদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন, ৯টায় আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী. ১০টায় সমাবেশ ও ক্রীড়ানুষ্ঠান, ১১টায় শিশুদের মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগীতা, ১১টা ৩০ মিনিটে মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা আবৃতি এবং মুক্তিযুদ্ধ ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা. দুপুর ১২টায় মাল্টিমিডিয়ার মাধ্যমে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র প্রদর্শনী, বাদ জুম্মা সন্ত্রাস ও জঙ্গি বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে আলোচনা ও বিশেষ মোনাজাত, মুন্দিও ও গীর্জায় প্রার্থনা, দুপুরে হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাদ্য পরিবেশেন, বিকালে আলোচনা সভা ও প্রীতি ফুটবল প্রতিযোগীতা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতারণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। এদিকে আশাশুনি প্রেসক্লাবের উদ্যোগে জাতীয় ও প্রেসক্লাবের পতাকা উত্তোলন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বড়দল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান
বড়দল প্রতিনিধি: আশাশুনির বড়দলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় ও উৎসব মুখর পরিবেশে মহান বিজয় দিবস’১৬ পালিত হয়েছে। সূর্যদয়ের সাথে সাথে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানপাটে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। বড়দল কলেজিয়েটে অধ্যক্ষ ড, সিহাব উদ্দীনের নেতৃত্বে পুষ্পস্তবক অপর্ন ফকরাবাজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মিতা মন্ডল ও সকল শিক্ষককের অংশগ্রহনে পুষ্পস্তবক অর্পন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফকরাবাজ বালিকা বিদ্যালয়ে, গোয়াল ডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে, শিক্ষকবৃন্দ ও ছাত্র ছাত্রীদের উদ্যোগে প্রত্যুষে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। এসকল প্রতিষ্ঠানে বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী, সমাবেশ, ক্রীড়ানুষ্ঠান, মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা আবৃতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতারণ করা হয়।
দরগাহপুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান
দরগাহপুর প্রতিনিধি: আশাশুনির দরগাহপুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় ও উৎসব মুখর পািরবেশে মহান বিজয় দিবস’১৬ পালিত হয়েছে। সূর্যদয়ের সাথে সাথে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানপাটে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। শিক্ষকবৃন্দ ও ছাত্র ছাত্রীদের উদ্যোগে প্রত্যুষে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। এসকল প্রতিষ্ঠানে বিজয় দিবস উপলক্ষে দরগাহপুর কলেজিয়েট খরিয়াটি মাধ্যমিক বিদ্যালয় খরিয়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী, সমাবেশ, ক্রীড়ানুষ্ঠান।
তালায় মহান বিজয় দিবস পালিত
তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় যথাযোগ্য মর্যাদা ও বিন¤্র শ্রদ্ধায় ৪৫তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর প্রত্যুষে ৩১ বার তোপধ্বণির মাধ্যমে দিনটির সূচনা হয়। সকালে উপজেলা চত্বরে বিভিন্ন সংগঠনের মাল্যদান শেষে তালা সরকারী কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, শারীরিক কসরত, ডিসপ্লে এবং পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।স্বাগত বক্তব্য রাখেন তালা মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন-তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নূরুল ইসলাম, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ভাইস চেয়ারম্যান মোঃ ইখতিয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম,মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মফিজ উদ্দীন, তালা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলু, তালা থানার ওসি মোঃ ছগির মিঞা, পাটকেলঘাটা থানার ওসি মোঃ মহিবুল ইসলাম, তালা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক সরদার জাকির হোসেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সূর্য্যকান্ত পাল, ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমান এবং সাংবাদিক আব্দুল আলীম প্রমুখ। পরে চিত্রাংকন ও ক্রীড়া প্রতিযোগিতা, বিকালে প্রীতি ফুটবল ম্যাচ এবং রাতে সাস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
কলারোয়ায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা কলারোয়ায় ‘পিতা দিয়েছে স্বাধীনতা,কন্য দিয়েছে দেশ, শেখ হাসিনার হাতে যদি থাকে দেশ, পথ হারাবে না বাংলাদেশ’। মহান বিজয় দিবস উৎযাপন উপলক্ষে বীর মুুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্র্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে পবিত্র কুরআন তেলয়াতের মাধ্যমে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে নিবার্হী অফিসার উত্তম কুমার রায়ের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুখী, সমৃৃদ্ধি বাংলাদেশ গঠনের লক্ষে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার ও মুুক্তিযোদ্ধাদের সঠিক ইতিহাস এবং মহান আতœত্যাগের কথা স্মরণ করে আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। এ সময় তিনি বলেন, এ দেশের মাটিতে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোন ঠাঁই হবে না। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ১৯৭১ সালের ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা। আর এই স্বাধীনতাকে আমরা কোন অপশক্তির কাছে নত হতে দেব না। উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, সরকারি কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, মুুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার গোলাম মোস্তফা,ডেপুটি কমান্ডার আবুল হোসেন গাজি, সাংগঠনিক কমান্ডার সৈয়দ আলি গাজি, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, আব্দুল গফ্ফার, আব্দুর রউফ, এড আলি আহম্মদ, ইউপি চেয়ারম্যানগণ নূরুল ইসলাম, আফজাল হোসেন হাবিল, মনিরুল ইসলাম মনি, আব্দুল হামিদ, মোয়াজ্জেম হোসেন, আসলাম খান, উপজেলা প্রাণিসম্পদ কর্র্মকর্তা ডাক্তার এএসএম আতিকুজ্জামান, কৃষি কর্র্মকর্র্তা মহাসীন আলি, বিআরডিবি কর্মকর্তা আব্দুল গফুর, আরডিও কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল, মৎস্য কর্মকর্তা নিপেন্দ্র কুমার বিশ্বাস, পরিসংখ্যান কর্মকর্তা তাহের মাহমুদ সোহাগসহ সকল দফতরের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা এবং তার পরিবারের সদস্যবৃৃন্দ। আলোচনা সভা শেষে সকল মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
শ্যামনগরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস
শ্যামনগর ব্যুরোঃ যথাযথ মর্যাদায় গত ১৬ ডিসেম্বর শ্যামনগর উপজেলা প্রশাসন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে শহীদ বেদীতে পুস্পস্থাপক অর্পণ, র্যালী, আলোচনা, চিত্রাংকন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।দিবসটির প্রথম প্রহরের সাথে সাথে উপজেলা সদরের গোপালপুর শহীদ মিনারের চত্বরে পুষ্পস্থাবক অর্পন করেন উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাব। সাতক্ষীরা-৪ আসনের এমপি এস,এম,জগলুল হায়দার, উপজেলা চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) মহসীন উল মূলক, ইউএনও আবু সায়েদ মোঃ মনজুরুল আলম, উপজেলা আ’লীগ সেক্রেটারি এস, এম, আতাউল হক দোলন, প্রেসক্লাব সভাপতি জি, এম, আকবর কবীর, সম্পাদক জাহিদ সুমন বিভিন্ন কর্মসূচিতে যোগদান করেন।
শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রী কলেজে, আতজান মহিলা কলেজে, নকিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে, বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ে, নকিপুর মডেল বালিকা বিদ্যালয়ে, আড়পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ে, কলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে, রাবেয়া খাতুন মহিলা দাখিল মাদ্রাসা, দাতিনাখালী দাখিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া, চিত্রাংকন ও পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। এ ছাড়া বে-সরকারি সংগঠন বাংলদেশ দলিত পরিষদ শ্যামনগর শাখা ,বারসিক এর অর্থায়নে দাতিনাখালী নারী উন্নয়ন সংগঠনের উদ্যোগে র্যালি ও ক্রীড়া অনুষ্ঠান পালিত হয়।
নলতায় মহান বিজয় দিবস উদযাপন
নলতা প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে নলতা ইউনিয়ন আওয়ামীলীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বিকালে অত্র অফিস প্রাঙ্গণ থেকে নলতাসহ পার্শ্ববর্তী এলাকা থেকে আগত আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের সহ¯্রাধিক নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে বিশাল এক বিজয় র্যালি নলতার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নলতা হাসপাতালের সামনে পথ সভায় মিলিত হয়। নলতা ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি মাস্টার শামছুর রহমানের সভাপতিত্বে আলোচনা রাখেন নলতা ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ড সদস্য পদপ্রার্থী এ্যাড. এস এম আসাদুর রহমান সেলিম, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন পাড়, চ্যাম্পাফুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল লতিফ মোড়ল, ডা. রুহুল হক এমপির এপিএস মো. মহিউদ্দিন খোকন, আওয়ামীলীগ নেতা ইব্রাহীম খলিল, আব্দুল আজিজ, মো. সাইদুল ইসলাম সরদার, আ. রউফ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. ফিরোজ হোসেনসহ আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে দিবসটি উপলক্ষে সকাল থেকে নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহমেদ এর নেতৃত্বে প্রধান সড়কে র্যালী ও পরবর্তীতে কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া নলতার কে বি আহ্ছানউল্লা জুনিয়র হাইস্কুলে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং শিক্ষক মিলনায়তনে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের কর্মকর্তা ডা. এ এফ এম রফিকুল হাসানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক শেখ আলমগীর কবীরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শ্রীকুমার বসাক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অন্যতম কর্মকর্তা আলহাজ্জ মো. শাহাদাত হোসেন, মো. রফিকুল ইসলাম খোকন, সহকারী প্রধান শিক্ষক জগন্নাথ ঘোষসহ সকল শিক্ষক-শিক্ষিকা। পাশাপাশি নলতা মাধ্যমিক বিদ্যালয়, নলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, নলতা সরকারী প্রাথমিক বিদ্যালয়, নলতা দারুল-উলুম আলিম মাদ্রাসা, মাঘুরালী সরকারী প্রাথমিক বিদ্যালয়, খানজিয়া মাধ্যমিক বিদ্যালয়, খানজিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, কাশিবাটী মাধ্যমিক বিদ্যালয়, নলতা শরীফ টাউনপাড়া সবুজ সংঘসহ প্রতিটি সংগঠন মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছেন বলে জানা গেছে।
বুধহাটায় মহান বিজয় দিবস পালিত
বুধহাটা প্রতিনিধি: আশাশুনির বুধহাটায় উৎসব মুখর পরিবেশে মহান বিজয় দিবস’১৬ উদযাপন করা হয়েছে। বুধহাটা ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার বিকালে ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ের সামনে বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জহিরুল ইসলাম বাবুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগ সভাপতি এটিএম আক্তারুজ্জামান। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ সভাপতি এস এম হুমায়ন কবির সুমন ও বিশেষ আলোচক হিসাবে বক্তব্য রাখেন ছাত্রলীগ সেক্রেটারী মোঃ মনিরুজ্জামান বিপুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মাহবুবুল হক ডাবলু, আ’লীগ নেতা সামছুর আলম ঢালী, ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী, ইউনিয়ন যুবলীগ সভাপতি নুরুজ্জামান জুলু, আ’লীগ নেতা রমজান আলী, ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি হাতেম আলী, সম্পাদক আঃ সামাদ, তরুনলীগ সভাপতি আজহারুল ইসলামসহ আ’লীগ নেতা হাফিজুল ইসলাম, তোফায়েল আহম্মেদ, আলমগীর হোসেন, বিল্লাল হোসেন, মাসুদ রানা, আমিরুল মহাসিন প্রমুখ।
হারুণ অর রশিদ কলেজ
পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটা হারুণ অর রশিদ কলেজে ৪৫তম মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ও শুক্রবার দু’দিনব্যাপি ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রীড়া অনুষ্ঠান আলোচন সভা ও পুরষ্কার বিতররী অনুষ্ঠান হয়। অধ্যাপক ফকির আহমদ শাহের পরিচালনায় কলেজ অধ্যক্ষ ওজিহুর রহমান খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কলেজ গভার্নিং বডির সদস্য এ্যাড. শেখ আব্দুস সামাদ, উপাধ্যক্ষ আতিয়ার রহমান, অধ্যাপক আব্দুল মালেক সেখ, আব্দুল গফ্ফার, সরদার নুরুল ইসলাম, আরশাদ আলী, নাজমুল হক, এ এস এম আব্দুর রশিদ, ছাত্র আব্দুল্লাহ আল মামুন, রায়হান, শামিম হোসেন, ইদ্রিস আলী, আফরিন নাহার প্রমূখ।
কুমিরা মাধ্যমিক বিদ্যালয়
কুমিরা বহুমূখি মাধ্যমিক বিদ্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্কুল প্রধান শিক্ষক সুকৃতি রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শিক্ষক আশিষ কুমার বসু, পরিমল দাশ, মফিদুল ইসলাম, নব-কুমার পাইন, অর্পনা রানী, নাজনীন আক্তার কেয়া। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক জাহাঙ্গীর হোসেন।
তালায় ইমারত নির্মাণ শ্রমিক ও শ্রমজীবী ইউনিয়ন
পাটকেলঘাটা প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে তালা উপজেলা ইমারত নির্মান শ্রমিক ও উপজেলা নির্মান শ্রম জীবি ইউনিয়নের বর্ণাঢ্য র্যালী শুক্রবার সকাল ৯টায় পাটকেলঘাটা বাজার প্রদক্ষিন করে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কাদের, সাধারন সম্পাদক শেখ আবু দাউদ, শ্রমজীবী ইউনিয়নের সভাপতি কবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান। এছাড়া আরো উপস্থিত ছিলেন মোবারক মোড়ল, সলেমান গাজী, আরমান মোড়ল, গফ্পার বিশ্বাস, রবিউল ইসলাম, সাইফুল ইসলাম, শফিকুল মোড়ল, শেখ মনিরুজ্জামান মনি প্রমূখ।
সখিপুরে মহান বিজয় দিবস পালিত
দেবহাটা ব্যুরো: দেবহাটার সখিপুর ইউনিয়ন পরিষদে মহান বিজয় দিবস পালিত হয়েছে। শুক্রবার সকাল থেকে দিন ব্যাপী ইউনিয়ন পরিষদ চত্বরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সখিপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউপি সচিব রানায়ন চন্দ্র অধিকারী, ১, ২ ও ৩নং ওয়ার্ড সদস্য রেহানা ইসলাম, ৪,৫ ও ৬নং ওয়ার্ড সদস্য আলফাতুন নেছা, ৭,৮ ও ৯নং ওয়ার্ড সদস্য আরতী রানী ঘোষ, ১নং ওয়ার্ড সদস্য মোকলেছুর রহমান, ২নং ওয়ার্ড সদস্য আকবর আলী, ৩নং ওয়ার্ড সদস্য পরিতোষ বিশ্বাস, ৪নং ওয়ার্ড সদস্য আব্দুল করিম, ৫নং ওয়ার্ড সদস্য জগন্নাথ মন্ডল, ৬নং ওয়ার্ড সদস্য নির্মল কুমার মন্ডল, ৭নং ওয়ার্ড সদস্য মোনাজাত আলী, ৮নং ওয়ার্ড সদস্য আবুল হোসেন, ৯নং ওয়ার্ড সদস্য হাফিজুর রহমান, উদ্যোক্তা এমএ মামুন সহ সকল গ্রাম পুলিশবৃন্দ।