অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে একটি সর্বাধুনিক এফ-৩৫বি জয়েন্ট স্ট্রাইক ফাইটার বিধ্বস্ত হয়েছে। গতকাল শুক্রবার সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যের মেরিন কোরের ঘাঁটির কাছে বিমানটি বিধ্বস্ত হয়।
দেশটির মেরিন সেনারা সাধারণত এ ধরনের বিমান ব্যবহার করে থাকেন। যুক্তরাষ্ট্রে সর্বাপেক্ষা উন্নত প্রযুক্তিতে তৈরি এফ-৩৫ স্টিলথ বিমান বিধ্বস্তের এটাই প্রথম কোনো ঘটনা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
মার্কিন কর্মকর্তারা জানান, অত্যন্ত ব্যয়বহুল বিমানটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেয়ার সময় সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। একে বড় ধরনের ক্ষতি হিসেবে দেখা হচ্ছে। সূত্র: বিবিসি
যুক্তরাষ্ট্রে এই প্রথম সর্বাধুনিক যুদ্ধবিমান বিধ্বস্ত
পূর্ববর্তী পোস্ট