আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী কাদাকাটি যুব মজলিস ফুটবল মাঠে বৃহস্পতিবার বিকেলে আটদলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। কাদাকাটি যুব মজলিসের আয়োজনে খেলায় খুলনা জেলার পাইকগাছা উপজেলার বাঁকা প্রগতি ফুটবল একাদশ ও সাতক্ষীরা জেলার তালা উপজেলার কলাগাছি কালিমাতা ফুটবল একাদশ পরষ্পরের মুখোমুখি হয়। মনোমুগ্ধকর এই খেলায় প্রথমার্ধে কোন গোল না হলেও দ্বিতীয়ার্ধে আকর্ষণীয় ১ টি গোল করে দলকে এগিয়ে রাখেন কলাগাছি কালিমাতা ফুটবল একাদশ। তারপর থেকে আক্রমন পাল্টা আক্রমনের মধ্যে দিয়ে খেলা চললেও নির্ধারিত সময়ে আর কোন দল গোল করতে পারেনি। ফলে কলাগাছি কালিমাতা ফুটবল একাদশ ১-০ গোলের ব্যবধানে বাঁকা প্রগতি ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করে। হাজারও দর্শকের উপস্থিতিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আকর্ষনীয় এই খেলাটির শুভ উদ্ধোধন করেন বিশিষ্ট সমাজসেবক সাবেক ইউপি সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মালী। এ সময় বিশিষ্ট সমাজসেবক মাষ্টার রজব আলী সরদার, কাদাকাটি ইউনিয়ন তরুণলীগের সভাপতি মিজানুর রহমান মন্টু, আওয়ামীলীগ নেতা বিমলকৃষ্ণ গাইন, মেম্বর আবু হাসান বাবু, সমাজসেবক শরিফুল ইসলাম খোকা, কাদাকাটি যুব মজলিস সভাপতি মহাসিন আলী বকুল, সম্পাদক মাশহুরুল হক সাজু, গোলাম রসূল, মিজানুর রহমান সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও কাদাকাটি যুব মজলিসের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মনোমুগ্ধকর খেলাটি পরিচালনা করেন নাসিরউদ্দীন, আছাদুল ইসলাম ও রোকনুজ্জামান লাভলু। দর্শক নন্দিত এই খেলার ধারাভাষ্যে ছিলেন আ. সুবহান, আশরাফ হোসেন ও সবুজ আহমেদ। আগামী ০৮/১০/১৮ সোমবার বিকেলে একই মাঠে টুর্ণামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে খুলনা জেলার পাইকগাছা উপজেলার শিববাটী ফুটবল একাদশ ও সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর তরুন সংঘ ফুটবল একাদশ পরষ্পরের মুখোমুখি হবে।