বিদেশের খবর: ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যে যাত্রীবাহী একটি মিনিবাস গভীর গিরিসঙ্কটে পড়ে ২০ জন নিহত হয়েছে।
শনিবার স্থানীয় সময় সকাল ৯টা ৫৫ মিনিটে রামবান জেলার এ ঘটনায় আরও অন্তত ১৬ জন আহত হয়েছেন বলে খবর ভারতীয় গণমাধ্যমের।
বাসটি জম্মু-শ্রীনগর মহাসড়ক ধরে রামবান শহর থেকে বানিহাল যাচ্ছিল বলে জানিয়েছে এনডিটিভি।
‘অতিরিক্ত যাত্রীবোঝাই’ বাসটির চালক মহাসড়কের কেলা মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে যাত্রীসহ বাসটি গড়িয়ে ২০০ ফুট গভীর গিরিসঙ্কটে পড়ে যায় বলে জানিয়েছেন পুলিশের দোদা-কিশতওয়ার-রাবমান রেঞ্জের ডিআইজি রফিক উল হাসান, খবর পিটিআইর।
নিহতদের মধ্যে চার নারী ও বাসটির চালকও রয়েছেন। গুরুতর আহত ১০ যাত্রীকে হেলিকপ্টারে করে উধমপুরের সামরিক হাসপাতালে ও অপর দুজনকে জম্মুর হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
তারা আরও জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই স্থানীয় সেচ্ছাসেবকরা উদ্ধার অভিযান শুরু করে, পরে তাদের সঙ্গে যোগ দেয় পুলিশ ও সেনাবাহিনীর কুইক রিয়্যাকশন টিম।
কাশ্মিরে গিরিসঙ্কটে বাস, নিহত ২০
পূর্ববর্তী পোস্ট