খেলার খবর: সময়টা আদৌও ভালো যাচ্ছে না ইংলিশ প্রিমিয়ার লিগের ঐতিহ্যবাহী দল ম্যানচেস্টার ইউনাইটেডের। এরমধ্যে গতরাতে নিউক্যাসলের বিপক্ষেও ২-০ গোলে পিছিয়ে পড়েছিলেন হোসে মরিনহোর শিষ্যরা। তবে শেষতক নাটকীয় এক জয় পেয়েই মাঠ ছেড়ে দলটি। দ্বিতীয়ার্ধে দুটি গোল শোধ করার পাশাপাশি জয়ের জন্য বাড়তি একটি গোল করেছে ম্যান ইউ।
শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ৩-২ গোলের জয় পেয়েছে ইউনাইটেড। সব প্রতিযোগিতা মিলিয়ে চার ম্যাচ পর জয়ের দেখা পেল দলটি।
ম্যাচের সপ্তম মিনিটে বল পায়ে ডি-বক্সে ঢুকে জোরালো কোনাকুনি শটে নিউক্যাসলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কেনেদি। আর দশম মিনিটে সতীর্থের ক্রস ডি-বক্সে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন জাপানের ফরোয়ার্ড ইয়োশিনোরি মুতো।
ইউনাইটেড বিরতির পর গোল পেতে মরিয়া হয়ে ওঠে। ৭০তম মিনিটে প্রথম গোলের দেখা পায় ম্যান ইউ। বা পায়ের দুর্দান্ত ফ্রি-কিকে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ মিডফিল্ডার হুয়ান মাতা। ৭৬তম মিনিটে ফরাসি ফরোয়ার্ড অঁতনি মার্সিয়াল দলকে সমতায় ফেরান। আর ৯০তম মিনিটে ডান দিক থেকে মার্সিয়ালের ক্রসে হেডে জয়সূচক গোলটি করেন মার্কাস র্যাশফোর্ডের বদলি নামা চিলির ফরোয়ার্ড আলেক্সিস সানচেস।
নিউক্যাসলের বিপক্ষে ম্যান ইউ’র নাটকীয় জয়
পূর্ববর্তী পোস্ট