খেলার খবর: জুভেন্টাসের জয়যাত্রা চলছেই। এই মৌসুমের টানা দশম ম্যাচ তারা জিতল শনিবার। উদিনেসের বিপক্ষে ২-০ গোলের এই জয়ে লক্ষ্যভেদ করেছেন মাঠের বাইরের বিতর্কে জড়িয়ে পড়া ক্রিস্তিয়ানো রোনালদো।
সিরি এ’র ৮ ম্যাচের সবগুলো জিতে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে টানা অষ্টম শিরোপার মিশনে নামা জুভেন্টাস। তাদের অন্য দুটি জয় চ্যাম্পিয়নস লিগে ভ্যালেন্সিয়া ও ইয়ং বয়েসের বিপক্ষে।
রোনালদোর বিরুদ্ধে ২০০৯ সালের একটি ধর্ষণ মামলা নতুন করে তদন্ত শুরু হয়েছে। পর্তুগাল দল থেকে তার বাদ পড়ার পর উদিনেসের বিপক্ষে তার খেলা নিয়েও সংশয় ছিল। কিন্তু ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি জানান, সব বিতর্ক ছাপিয়ে প্রস্তুত ‘সিআরসেভেন’।
মাঠের বাইরের বিতর্ক যে খুব বেশি পাত্তা দেন না রোনালদো, তার প্রমাণ দিয়েছেন দলের দ্বিতীয় গোল করে।
৩৩ মিনিটে জোয়াও ক্যানসেলোর ক্রস থেকে দুর্দান্ত হেডে গোল করেন রোদ্রিগো বেন্তানকার। জুভেন্টাসের জার্সিতে মৌসুমের প্রথম গোল করেন তিনি। ৪ মিনিট পর রোনালদো দেখা পান জালের। মারিও মানজুকিচ বল পায়ে রাখতে না পেরে বাড়িয়ে দেন পর্তুগিজ ফরোয়ার্ডকে। নিচু শটে ব্যবধান দ্বিগুণ করেন ৫ বারের ব্যালন ডি’অর জয়ী।
প্রথমার্ধেই একটি গোল শোধ করতে পারতো উদিনেসে। কিন্তু আন্তোয়ান বারাকের ২৫ গজ দূর থেকে নেওয়া শট পোস্টে আঘাত করে। দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের একটি চেষ্টা গোললাইনের সামনে থেকে ফিরিয়ে দেন এমরে কান।
রোনালদো ম্যাচ শেষ হওয়ার ১৬ মিনিট আগে নিজের দ্বিতীয় গোল করতে পারতেন। কিন্তু সিমোনে স্কুফেট তার পা দিয়ে প্রতিহত করেন ৫টি চ্যাম্পিয়নস লিগ জয়ী ফরোয়ার্ডকে। আর কোনও গোল চ্যাম্পিয়নরা করতে না পারলেও মৌসুমের শতভাগ সফলতা অটুট রাখে।
জুভেন্টাসের জয়ে রোনালদোর গোল
পূর্ববর্তী পোস্ট