বিদেশের খবর: এক যুগেরও বেশি সময় পর আজ সোমবার ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে পৌরসভা নির্বাচন হচ্ছে। স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হওয়া এ ভোট চলবে বিকাল ৮টা পর্যন্ত।
তবে এ নির্বাচন বয়কট করেছে রাজ্যের দুই প্রধান দল-ন্যাশনাল কনফারেন্স ও মেহবুবা মুফতির পিপল’স ডেমোক্রেটিক পার্টি। খবর এনডিটিভির।
প্রথম দফায় আজ রাজ্যের ১১০০ পৌর ওয়ার্ডের মধ্যে ৪২২টি ওয়ার্ডে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচন কেন্দ্র করে গোটা উপত্যকাকে মুড়ে দেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তায়।
এ নির্বাচনে রয়েছে লাদাখ, জম্মু ও পিরঞ্জল কেন্দ্র থেকে ২৬ আসন ও ১৪৯ আসন কাশ্মীর থেকে। মোট প্রার্থীর সংখ্যা দুই হাজার ৯৯০ জন। চার দফায় হবে এ নির্বাচন, যা চলবে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত।
তবে ইতিমধ্যে কাশ্মীরের ২৪০ প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায়ই জিতে গেছেন। বিজেপি জানিয়েছে, কাশ্মীরের সাত পৌরসভা কমিটির ক্ষমতায় এসেছে তারা। তাদের ৭৫ প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মনোনীত হয়েছেন।
এক যুগ পর জম্মু-কাশ্মীরে হচ্ছে পৌরসভা নির্বাচন
পূর্ববর্তী পোস্ট