দেশের খবর: আমরা পরিকল্পনা নিয়েছি পদ্মা সেতু থেকে পায়রাবন্দর পর্যন্ত রেল ব্যবস্থা নিশ্চিত করবো। এ নিয়ে কাজ চলছে। আমরা ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা করেছি যেহেতু তারাই শতবর্ষ আগে রেলপথ নির্মাণ করেছিল। জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে। বঙ্গবন্ধুকে হত্যার পর এদেশের সব উন্নয়ন কাজ থেমে গিয়েছিল।
সোমবার (০৮ অক্টোবর) বিকেলে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
এসময় চিকিৎসকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসকরা ঠিকমতো স্বাস্থ্যসেবা দিচ্ছে না। সরকার প্রতিষ্ঠান বানিয়ে দেবে আর চিকিৎসক সংকটে মানুষ সেবা পাবে না তা হতে দেয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি।
প্রধানমন্ত্রী আরো বলেন, এ অঞ্চলে শিক্ষার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছি। আমরা এ অঞ্চলে যোগাযোগের জন্য বিভিন্ন নদীর উপর ব্রিজ নির্মাণ করেছি। এখানে যেন যাতায়াত ব্যবস্থা আরো সহজ হয় সে ব্যবস্থা আমরা করে দিচ্ছি।
পদ্মা সেতু থেকে পায়রাবন্দর পর্যন্ত রেললাইন হবে
পূর্ববর্তী পোস্ট