বিদেশের খবর: উগান্ডায় ভূমিধসে প্রায় ৫০ জন লোক নিহত হয়েছে। এ ঘটনায় এখনও পর্যন্ত বহু লোক নিখোঁজ রয়েছে। দেশটির পূর্বাঞ্চলে মাউন্ট এলগনের খাড়াই ধসে পড়লে ঘরবাড়ি এবং গবাদিপশু মাটি চাপা পড়ে।
উগান্ডার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
কর্মকর্তারা জানান, বুদুদা জেলার বুকালাসি শহরে এই ভূমিধসের ঘটনা ঘটে। উদ্ধারকারীরা ধ্বংসাবশেষের ভেতর থেকে আটকে যাওয়া লোকদের উদ্ধারে কাজ করে যাচ্ছেন।
এদিকে, উগান্ডার প্রেসিডেন্ট ইয়েরি মুসেভেনি এক টুইট বার্তায় বলেন, উপদ্রুত এলাকায় উদ্ধার টিম পাঠানো হয়েছে। দুর্যোগ ঠেকাতে বিকল্প ব্যবস্থা বের করা চেষ্টা করছে সরকার।
সূত্র: বিবিসি, আল-জাজিরা
উগান্ডায় ভূমিধস : নিহত অন্তত অর্ধশত
পূর্ববর্তী পোস্ট