খেলার খবর: বার্সেলোনার সঙ্গে ২০২১ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন লিওনেল মেসি। গেল বছর করা নতুন চুক্তিতে তার বাইআউট ক্লজ ৭০০ মিলিয়ন ইউরো। সে অনুযায়ী তাকে কিনতে হলে কোনো ক্লাবকে সমপরিমাণ অর্থ বা বাংলাদেশি মুদ্রায় সাত হাজার কোটি টাকা গুনতে হবে।
তবে আশ্চর্যের বিষয়, বার্সাকে কোনো অর্থ পরিশোধ না করেই মেসিকে ডেরায় ভেড়াচ্ছে একটি ক্লাব। গুঞ্জন, তাতে নাকি রয়েছে ছোট ম্যাজিসিয়ানের সদয় সম্মতি।
স্প্যানিশ সংবাদমাধ্যম এলো মুন্ডোর রিপোর্ট, ২০২০ সালেই বার্সা ছাড়ছেন মেসি। কোনো অর্থকড়ি না নিয়েই কাতালান ক্লাবটি ত্যাগ করছেন তিনি। তাও আবার অখ্যাত, অপ্রতিষ্ঠিত দলে নাম লেখাচ্ছেন।
এর মানে সাবেক সতীর্থ জাভি ও আন্দ্রেস ইনিয়েস্তার দেখানো পথে হাঁটছেন এমএলটেন। বার্সা ছেড়ে জাভি কাতারের ক্লাব আল সাদ ও ইনিয়েস্তা জাপানি দল ভিসেল কোবের হয়ে খেলছেন।
এমন গুঞ্জন চাউর হওয়ার পর মেসির সঙ্গে নতুন করে চুক্তি করতে মরিয়া হয়ে পড়েছে বার্সা। কর্তৃপক্ষ চাচ্ছে ২০২২-২৩ সাল পর্যন্ত তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে। ওই সময় আর্জেন্টাইন সুপারস্টারের বয়স হবে ৩৬ বছর।
ফ্রিতে বার্সা ছাড়ছেন মেসি
পূর্ববর্তী পোস্ট