অনলাইন ডেস্ক: ২০ দলীয় জোটের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করে দিয়েছে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)। মঙ্গলবার (১৬ অক্টোবর) সংবাদ সম্মেলন করে জোট ছাড়ার এ ঘোষণা দেয় দল দু’টি। ঘোষণাপত্র পাঠ করেন ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি।
এর আগে সকালে বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, ‘আজ বিকেলে জাতীয় ঐক্য ফ্রন্ট, ২০ দলীয় জোটসহ চলমান রাজনৈতিক বিষয়ে বাংলাদেশ ন্যাপ ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে একত্রে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।’
প্রসঙ্গত, গতকাল রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত ২০ দলীয় জোটের বৈঠক শেষে জোট সমন্বয়কারী বিএনপি নেতা নজরুল ইসলাম খান সংবাদ সম্মেলন করে বলেন, ‘বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট সম্প্রতি রাজনৈতিক জোট হিসেবে আত্মপ্রকাশ করা জাতীয় ঐক্যফ্রন্টকে স্বাগত জানিয়েছে। একইসঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা ও ১১ দফা লক্ষ্যের সঙ্গে একমত হয়েছে।’
এদিকে নির্ভরযোগ্য সূত্র জানায়, বৈঠকের আলোচনা নিয়ে বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভূইয়ার সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাদানুবাদ হয়েছে।
মোস্তফা ভূইয়া বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্ট প্রসঙ্গে ওয়ান ইলেভেন সরকার এবং সেই সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেনের প্রসঙ্গে বক্তব্য দিতে গেলে মির্জা ফখরুল তার বক্তব্য শেষ না করতেই দিয়েই তাকে বলেন, ‘এসব উঠিয়ে এখন দোষ ত্রুটি খুঁজতে যাবেন না। গণআন্দোলনে ব্যক্তি, দল, জোট, যে যেখান থেকে সমর্থন করবে সবাইকে আনতে হবে।’