নিজস্ব প্রতিবেদক: সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজার মহাষ্ঠমীতে কুমারী পূজা উদযাপিত হচ্ছে। দেবহাটা উপজেলার বিভিন্ন পূজা মন্দিরগুলোতে হাজার হাজার ভক্তবৃন্দের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে এই উৎসব। এ উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে আজ বুধবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত দেবহাটার ২১ টি পূজা মন্ডপ পরিদর্শন করলেন সাতক্ষীরা ০৩ আসনের সংসদ সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশে আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, সাবেক সফল স্বাস্থ্যমস্ত্রী অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক। এ তিনি বলেন, বাংলাদেশ একটি ধর্ম নিরপেক্ষ দেশ। এখানে সকল ধর্মের মানুষ একে অপরের ধর্মীয়সহ সব ধরণের উৎসবে সামিল হয়ে আনন্দ ভাগাভাগি করে নেয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলে আজ সারাদেশে নির্বিঘ্নে দুর্গা উৎসব পালিত হচ্ছে। বর্তমান সরকার জনবান্ধব সরকার, তাই সম্প্রীতি, সৌহার্দ বজাই রেখে শান্তিপূর্ণভাবে একে অপরে ধর্ম পালন করতে হবে। সেই সঙ্গে তিনি উপজেলার সর্বস্তরের সনাতন ধর্মের সবাইকে শারদীয়া দূর্গা পূজার শুভেচ্ছা জানান। পূজা মণ্ডপ পরিদর্শনকালে ডা: রুহুল হক এমপির সফরসঙ্গী হিসেবে ছিলেন জেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক আসাদুল হক, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুখ হোসেন রতন, পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, কুলিয়া ইউনিয়নের ভার: চেয়ারম্যান আসাদুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক বিধান চন্দ্র বর্মন, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, সাধারণ সম্পাদক সাহেব আলী, দেবহাটা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, কালিগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জি এম সাইফুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন সহ দেবহাটা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পূর্ববর্তী পোস্ট