স্বদেশ: গুলশান ও শোলাকিয়ায় হামলার মাস্টারমাইন্ড তামিম আহমেদ চৌধুরীর আধ্যাত্মিক গুরু শায়খ আবুল কাশেমের সন্ধান পেয়েছে গোয়েন্দারা। কাশেমের ইন্ধন ও প্ররোচনায়তেই তামিম চৌধুরী জঙ্গিতে উদ্বুদ্ধ হয়।
গোয়েন্দারা জানান, গ্রেফতার এড়াতে এক স্থানে বেশি সময় অবস্থান করছেন না কাশেম। তবে তাকে গ্রেফতারে গোয়েন্দারা সব ধরনের চেষ্টা করছে। কাশেম যেন দেশত্যাগ করতে না পারে সেজন্য নজরদারি বাড়ানো হয়েছে।
এর আগে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে বলেন, জঙ্গি হামলার ঘটনা তদন্তে ৮/১০ জনের নাম এসেছে। তারা মাস্টারমাইন্ড পর্যায়ের না, তবে তারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিভিন্ন পর্যায়ে জঙ্গি কর্মকাণ্ডে সহায়তা করে আসছে। তাদের মধ্যে ৪/৫ জন ইতোমধ্যে গোয়েন্দা নজরদারিতে রয়েছে।
জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নারায়ণগঞ্জে কাউন্টার টেরোরিজম ইউনিটের অভিযান ‘হিট স্ট্রং ২৭’-এর পর ওই চার জঙ্গি সহযোগীকে শনাক্ত করা গেছে।