অনলাইন ডেস্ক: সিলেটের লালবাজারে বিক্রির জন্য উঠেছে ১৮০ কেজি ওজনের একটি বাঘা আইড়। মঙ্গলবার সকালে মাছটি বাজারে নিয়ে আসেন বিক্রেতা আনোয়ার হোসেন। কুশিয়ারা নদীতে ধরা পড়া মাছটির মূল্য ৪ লাখ টাকা হাঁকছেন ক্রেতারা।
ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, ভোরে মাছটি কুশিয়ার নদীতে জেলেদের জালে আটকা পরে। সেখান থেকে নিয়ে আসা হয় কাজীরবাজারে। পরে কাজীরবাজার থেকে তিনি মাছটি ১ লাখ ৩২ হাজার টাকা দিয়ে কিনে আনেন লালবাজারে। এখন তিনি মাছটির মূল্য ৪ লাখ টাকা চাইছেন।
তিনি জানান, সকাল থেকে মাছটি দেখার জন্য মানুষ বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছেন। আর ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য নগরীতে মাইকিংও করা হচ্ছে। এরমধ্যে একজন মাছটি দাম করেছেন ১ লাখ ৫০ হাজার টাকা। কিন্তু তিনি এই দামে বিক্রি করতে রাজি নন বিক্রেতা। যদি সঠিক দাম না পাওয়া যায় তাহলে মাছটি কেটে কেজি দরে বিক্রি করবেন তিনি।
১৮০ কেজি ওজনের বাঘা আইড় মাছ
পূর্ববর্তী পোস্ট