বিদেশের খবর: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় ফারিয়াব প্রদেশে বিস্ফোরণে তালেবানের এক বোমা প্রস্তুতকারী, তার স্ত্রী ও দুই শিশু নিহত হয়েছে। নিজের ঘরের মধ্যে বোমা বানানোর সময় তা বিস্ফোরণে ঘটনাস্থলেই তারা প্রাণ হারায়। প্রাদেশিক পুলিশ মুখপাত্র আব্দুল করিম ইউরাশ বুধবার একথা জানান। খবর সিনহুয়ার।
তিনি সিনহুয়াকে বলেন, তালেবানের বোমা প্রস্তুতকারী মোল্লা সদরুদ্দিন সোমবার সন্ধ্যার দিকে গাতের্জওয়ান জেলায় তার ঘরের মধ্যে বোমা বানাচ্ছিল। এ সময় হঠাৎ করে তা বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই ওই তালেবান জঙ্গিসহ তার স্ত্রী ও দুই শিশু নিহত হয়।নিহত দুই শিশুর বয়স যথাক্রমে পাঁচ ও সাত বছর।
প্রদেশিক রাজধানী মাইমনা থেকে টেলিফোনে ওই কর্মকর্তা বলেন, এ বোমা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্যকরে হামলা চালানোর কাজে ব্যবহার করা হতো।
তালেবান জঙ্গিদের পক্ষ থেকে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য পাওয়া যায়নি।