মোস্তাফিজুর রহমান: আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড-২০১৮ অর্জন করেছেন। আন্তরিকতার সাথে আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য তাকে মানবাধিকার জোট এর পক্ষ থেকে এ এ্যাওয়াড এবং অসামান্য কৃতিত্ব স্বরুপ সনদ পত্র্র প্রদান করা হয়। গত ২৩ অক্টোবার ঢাকা শাহাবাগের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী হল রুমে নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড-১৮ এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আ ক ম মোজাম্মেল হক এমপি। এ এ্যাওয়ার্ড প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় আশাশুনি থানা অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, এ এ্যাওয়ার্ড প্রাপ্তি কর্মক্ষেত্রে আমার মনবল আরও বাড়িয়ে দিল। আমি মনে করি দেশ ও জনগনের সেবায় আমার দায়িত্ব আরও বেড়ে গেল। আগামি দিন গুলোতে সন্ত্রাস, নাশকতা, মাদকের বিরুদ্ধে এবং সাধারন মানুষের পক্ষে সততা ও নিষ্ঠার সাথে আইনি সেবা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আশাশুনি থানার ওসির নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড অর্জন
পূর্ববর্তী পোস্ট