বি এম আলাউদ্দীন : আশাশুনি উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে বড়দল ভূমি কর্মকর্তা রনজিত কুমার মন্ডল মঙ্গলবার দুপুর আড়াইটায় বড়দল মহিলা মার্কেটে বড়দল ডিলার সাজুদ্দীন সানার পুত্র মুজিবর সানা (৪৮) এর ঘর থেকে খাদ্যবান্ধবের ২৫ বস্তা চাউল জব্দ করে স্থানীয় গ্রাম পুলিশের কাছে জিম্মা রাখে। সরজমিনে দেখাগেছে সুম্বু শীলের পুত্র দূত কুমার নামের এক লিবারে দিয়ে গত মঙ্গলবার ১৮ বস্তা চাউল মৃত্যু ঈমান আলীর পুত্র সাহাজান আলীর কাছে বিক্রয় করে। ৩০/১০ মঙ্গল বার বেলা ১১টায় চাউল আবার ঘরথেকে বের করে দূতকুমারের ভ্যান যোগে উক্ত সাহাজানের কাছে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকের চোখে পড়ে, তাদের সঙ্গে বাগবিতন্দে এক পর্যায়ে ডিলারের নির্দেশে চাউল ঘরে উঠায়। বাইন তলার এক অসহায় দেবেন সরকারের স্ত্রী লক্ষীরানি সরকার এ প্রতিবেদককে মুটোফোনে জানায় আমি চাউল আনতে গিয়েছিলাম আমাকে বলল্লো তোমার কার্ড থাকলে কী চাউল দেবো আমার খাতায় তোমার নাম নেই। এব্যাপারে ডিলার মুজিবরের কাছে জানতে চাইলে বলে এই কোটায় আমার কিছুলোকের চাউল দিতে বাকী আছে। বিষয়টি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য প্রসাশনের দৃষ্টি আকর্ষন করছে এলাকার সচেতন মহল।
বড়দলে খাদ্যবান্ধবের ২৫ বস্তা চাউল জব্দ
পূর্ববর্তী পোস্ট