অনলাইন ডেস্ক: জাতীয় মহিলা দলের ক্রিকেটার অসুস্থ চামেলী খাতুনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার সন্ধ্যার পর রাজশাহী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা গিয়ে চামেলীকে প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দিয়েছেন।
রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেনের নেতৃত্বে প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা ক্রিকেটার চামেলীর সঙ্গে দেখা করেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার দায়িত্ব নেওয়ার বার্তা পৌঁছে দেওয়া হয়। এ সময় তারা চামেলীর প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করতে জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থাকে সহযোগিতা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান। জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে চামেলীকে ৫০ হাজার টাকা অনুদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর আগে প্রধানমন্ত্রীর চিকিৎসার দায়িত্ব নেওয়ার কথা জানানো হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন বলেন, বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিঠি আসে। ওই চিঠিতে প্রধানমন্ত্রী চামেলীর চিকিৎসার দায়িত্ব নেওয়ার বিষয়টি জানানো হয় এবং চামেলীর বিষয়ে প্রতিবেদন পাঠানো নির্দেশনা দেয়া হয়। এরপর তারা চামেলীর বাড়িতে গিয়ে বিষয়টি তাকে জানান। রাত ৯টার দিকে চামেলীর বিষয়ে একটি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠনো হয়েছে বলে জানান জেলা প্রশাসনের এই কর্মকর্তা।