জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে মহান সিপাহী জনতার গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। ৭নভেম্বর বুধবার সকাল ১০টায় মুনজিতপুরস্থ জাসদ কার্যালয়ে মহান সিপাহী জনতার গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী রিয়াজ।
জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক শেখ ওবায়দুস সুলতান বাবলুর পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আশরাফ কামাল, জাতীয় কৃষক জোট কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, কলারোয়া উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, তালা উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাশেম, সাধারণ সম্পাদক মোল্যা আব্দুর রাজ্জাক, দেবহাটা উপজেলা জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, শ্যামনগর উপজেলা জাসদ সভাপতি বীরমুক্তিযোদ্ধা হারুনার রশিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু তালেব, কালিগঞ্জ উপজেলা জাসদের সভাপতি শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, আশাশুনি উপজেলা জাসদের আহবায়ক মোঃ সুরাতুজ্জামান, জাতীয় নারী জোট সভাপতি পাপিয়া আহমেদ, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস বীনা, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক মিলন ঘোষাল, বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা সভাপতি অনুপম কুমার অনুপ, তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি এস এম আব্দুল আলিম, সাধারণ সম্পাদক এস এম শামীম, সাইদুজ্জামান শুভ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ৭ নভেম্বর সিপাহী জনতার গণঅভ্যুত্থান থেকে আমাদের শিক্ষা নিয়ে আগামীর পথে এগিয়ে যেতে হবে। সাথে সাথে নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর, সাংবিধানিক গণতান্ত্রিক প্রক্রিয়া শান্তি-উন্নয়নের ধারা এগিয়ে নেওয়ার, দুর্নীতি ও বৈষম্যের অবসান করার এবং সুশাসন ও সমাজতন্ত্রের পথে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। প্রেস বিজ্ঞপ্তি