বিদেশের খবর: ইহুদিবাদী দেশ ইসরায়েলের নাগরিকরা এখন থেকে সৌদি আরবে সফর করতে পারবে। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি পাওয়ায় সৌদি আরবে নতুন নিয়ম অনুযায়ী ইসরায়েলিরা খুব শিগগিরই নিজ দেশের পাসপোর্টে বিমানযোগে সৌদি আরবে হজ পালন করতে পারবে। খবর ইসরায়েলি দৈনিক হারেত্জ।
তবে অস্থায়ী পাসপোর্টের অধিকারী ফিলিস্তিনিদের সৌদি আরব প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। সৌদি রাজতান্ত্রিক সরকারের এ আচরণের কারণে ১৯৪৮ সালে ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনি ভূখন্ডের দশ লাখেরও বেশি মুসলমান হজ করতে পারছেন না।
সম্প্রতি সৌদি আরবের একদল আলেম ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করায় সৌদি সরকারি পদক্ষেপের ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, এ পদক্ষেপ ইসরায়েকে বৈধতা দেয়ার পাশাপাশি ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হত্যাযজ্ঞকে অব্যাহত রাখার অনুমতি দেওয়ার শামিল।