খেলার খবর: অধিনায়ক জো রুট খেললেন তার ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস। শেষ দিকে বেন ফোকসের অর্ধশতক ইংল্যান্ডকে নিয়ে গেল আরেকটু শক্ত অবস্থানে। দলটির লিড হল ২৭৮। হাতে এখনো এক উইকেট। আর তাতেই তৃতীয় দিন শেষে জয়ের আশা করছে ইংলিশরা।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় এই টেস্টে ইংল্যান্ড টস জিতে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ২৮৫ রান সংগ্রহ করে। পরে শ্রীলঙ্কার এক ভুলে পেনাল্টি পেয়ে আর ৫ রান যোগ হয় তাদের ইনিংসে। শ্রীলঙ্কা প্রথম ইনিংসে করে ৩৩৬। লিড ছিল ৪৬ রানের। ইংল্যান্ড সেখান থেকে দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ৩২৪ পর্যন্ত গেছে। মেঘলা আবহাওয়ার কারণে শুক্রবার নির্ধারিত সময়ের আগেই দিনের খেলা শেষ করে দেয়া হয়।
দ্বিতীয় ইনিংসে তৃতীয় ওভারেই লিচকে (১) হারায় ইংল্যান্ড। বার্নস ৬৬ বলে ৫৯ রান করে দলকে পথে রাখার চেষ্টা করেন। এরপর জেনিংস ২৬ রানে বিদায় নিলে দলটি আরও বিপাকে পড়ে। সেখান থেকে উদ্ধার করেন রুট। ১৪৬ বলে ১০টি চার, দুটি ছক্কায় ১২৪ রান করেন। শেষদিকে বেন ফোকস ১০২ বলে ৫১ রানে অপরাজিত থাকেন।
রুটের সেঞ্চুরিতে জয়ের আশায় ইংল্যান্ড
পূর্ববর্তী পোস্ট