খেলার খবর: সান সিরোয় শনিবার রাতে ‘এ’ লিগে গ্রুপ-৩ এর ইতালির ও পর্তুগালের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ৪র্থ মিনিটেই এগিয়ে যেতে পারতো ইতালি। কিন্তু অনেক দূর থেকে লরেন্সো ইনসিনিয়ের বুলেট শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক। ফিরতি বল কাছ থেকে উড়িয়ে মারেন চিরো ইম্মোবিলে।
আর ম্যাচের ৩২তম মিনিটে গতিতে ডিফেন্ডারদের পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে ইম্মোবিলের নেওয়া শট এগিয়ে এসে রুখে দেন গোলরক্ষক রুই পাত্রিসিও। তিন মিনিট পর লিওনার্দো বোনুচ্চির হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
৭৩তম মিনিটে ডি-বক্সের মধ্যে থেকে পর্তুগাল জোয়াও মারিওর শট ক্রসবারের একটু উপর দিয়ে যায়। দুই মিনিট পর ইকার্দো কারবাইয়োর নিচু শট ঝাঁপিয়ে ঠেকিয়ে ইতালির আশা বাঁচিয়ে রাখেন গোলরক্ষক জানলুইজি দোন্নারুমা।
শেষ পর্যন্ত কোনো দলেরই আর সাফল্য মেলেনি। ফলে সমতায় শেষ হয় ম্যাচটি। এতে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের রুখে দিয়ে উয়েফা নেশন্স লিগে গ্রুপ সেরা হলো পর্তুগাল।