খেলার খবর: আইসিসি ওয়ানডে বিশ্বকাপের এখনও প্রায় মাস ছয় বাকি। কিন্তু এরইমধ্যে বিশ্বকাপের জন্য ভারতের জাতীয় ক্রিকেট দল প্রস্তুত হয়ে গেছে বলে দেশটির গণমাধ্যমের খবরে দাবি করা হয়।
ভারতের কোচ রবি শাস্ত্রীর বরাত দিয়ে গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বিশ্বকাপ দল ইতোমধ্যে দাঁড় করিয়ে ফেলেছেন তিনি। ভারতের বিশ্বকাপ দল নিয়ে আর পরীক্ষা-নিরীক্ষারও কোনও প্রয়োজন নেই।
শাস্ত্রী বলেন, ‘আমরা এখন বিশ্বকাপকে সামনে রেখে নির্দিষ্ট ১৫ জনকে নিয়েই খেলার চেষ্টা করবো। আর কোনও পরীক্ষা-নিরীক্ষা নয়।’
বিশ্বকাপকে সামনে রেখে সম্প্রতি জাতীয় দলের একাধিক সিনিয়র খেলোয়াড়কে বিশ্রাম দেয়া হয়েছিল।
তবে শাস্ত্রী জানিয়েছেন, বিশ্বকাপকে সামনে রেখে আগামী দিনগুলোতে সিনিয়র ক্রিকেটাররা আর বিশ্রাম পাবেন না।
শাস্ত্রী বলেন, ‘তারকা খেলোয়াড়দের বিশ্রাম দেয়ার পর্বও শেষ। এখন থেকেই মনোযোগ দিতে হবে বিশ্বকাপে। দল হয়ে খেলতে হবে।’
দলে চোট শঙ্কা নিয়ে শাস্ত্রী বলেন, ‘আশা করবো আমাদের কোনও ইনজুরি সমস্যা ধরা পড়বে না।’
শাস্ত্রী বলেন, ‘এখন আর খুব বেশি ম্যাচ বাকি নেই। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে আমরা ৮টি ওয়ানডে খেলব। এগুলো খুবই কাজে দেবে। এরপর আবার দেশে ফিরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫টি ওয়ানডে। এই ১৩টি ম্যাচ। আমরা চেষ্টা করবো সবগুলো ম্যাচেই নিজেদের সেরা দলটা খেলাতে, যাতে বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করা যায়।’
আগামী বছরের ৬ মে লন্ডনের ওভাল ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠবে। ৫ জুন নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে দু’বারের চ্যাম্পিয়ন ভারত। অপরদিকে ২ জুন টাইগারদের প্রথম ম্যাচের প্রতিপক্ষও দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ড ও ওয়েলসের ৮টি ভেন্যুতে বিশ্বকাপের প্রাথমিক পর্বের ৯টি ম্যাচ খেলবে বাংলাদেশ।