অনলাইন ডেস্ক: মিশরে এক প্রাচীন গর্ভবর্তী নারীর সমাধি আবিষ্কৃত হয়েছে। সমাধিতে ওই নারীর গর্ভে তার সন্তানের কঙ্কালও রয়েছে।
দেশটির প্রত্নতত্ত্ব মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সেদেশের আসওয়ান শহরে আসওয়ান-কম ওম্বো প্রজেক্টে ইতালিয়ান-আমেরিকান মিশন এটি আবিষ্কার করেছে বলে বিবৃতিতে বলা হয়েছে।
বুধবার মিশরের সুপ্রিম কোর্ট অব অ্যান্টিকুইটিস’র জেনারেল সেক্রেটারি মোস্তফা ওয়াজিরি বলেন, আবিষ্কৃত সমাধিটি ৩৫০০ বছরেরও বেশি সময় আগের।
ওয়াজিরি আরো বলেন, গর্ভবতী নারীর অক্ষত সমাধিটি একটি ছোট সমাধিক্ষেত্রে পাওয়া গেছে। এর পরের সমাধিক্ষেত্রটি মিশরের সেকেন্ড ইন্টারমিডিয়েট পিরিয়ডের (১৭৫০-১৫৫০ খ্রিষ্টপূর্ব।) সময়কালের যাযাবর জাতির। যারা দক্ষিণের প্রতিবেশী নুবিয়ার মরুভূমির মধ্যবর্তী অঞ্চল থেকে মিশরে চলে আসে।
গবেষণায় জানা গেছে, মৃত্যুর সময় ওই গর্ভবতী নারীর বয়স ছিল ২৫ বছর।
ওয়াজিরি বলেন, শিশুটির কঙ্কাল তার মায়ের তলপেটে পাওয়া গেছে। আবিষ্কারের সময় শিশুটি অস্বাভাবিক অবস্থানে ছিল। ধারণা করা হচ্ছে সম্ভবত এই কারণে জন্মের সময় মা ও শিশু দুজনেরই মৃত্যু হয়েছে।
সূত্র : ইজিপশিয়ান স্ট্রিটস