অনলাইন ডেস্ক: সকল পর্নোগ্রাফি ওয়েবসাইট ও ইলেক্ট্রনিক মাধ্যমে অশ্লীল প্রকাশনা আগামী ছয় মাসের জন্য বন্ধ রাখতে আজ সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পর্নোগ্রাফি বন্ধের নির্দেশের সঙ্গে একটি রুল জারি হয়েছে।
রুলে হাইকোর্ট জানতে চেয়েছে কেন পর্নোগ্রাফি ওয়েবসাইট ও অশ্লীল প্রকাশনাকে বেআইনি ঘোষণা করা হবে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
ল এন্ড লাইফ ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠানের পক্ষে করে রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের বেঞ্চ আদেশ দিয়ে রুল জারি করেন।
সম্প্রতি করা এই রিট আবেদনে বলা হয়, বিশাল সংখ্যক পর্নোগ্রাফি ওয়েবসাইট ও অশ্লীল প্রকাশনা জনগণ বিশেষ করে তরুণ প্রজন্মের নৈতিক ও মানসিক উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে।
পর্নোগ্রাফি ওয়েবসাইট ছয় মাস ব্লক রাখার নির্দেশ
পূর্ববর্তী পোস্ট