অনলাইন ডেস্ক: ডেঙ্গুতে আক্রান্ত বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে গ্রীন লাইফ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে তাকে গ্রীন লাইফে স্থানান্তর করা হয়। সেখানে মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহর তত্ত্বাবধানে তাকে ইন্টেনসিভ কেয়ার ইউনিটতে (আইসিইউ) চিকিৎসা দেয়া হচ্ছে।
রাব্বানীর চিকিৎসার সার্বিক তত্ত্বাবধানে থাকা বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তানজিল ভূঁইয়া তানভীর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এর আগে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর উনাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত দু’দিন চিকিৎসার পর আজ সকালে তাকে স্কয়ারের আইসিইউতে স্থানান্তর করা হয়। পরে সেখানকার ডাক্তারদের পরামর্শে গ্রীন লাইফে অধ্যাপক এ বি এম আব্দুল্লাহর তত্ত্বাবধানে চিকিৎসার জন্য নেয়া হয়।
গত ৩১ জুলাই গোলাম রাব্বানী ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। তার সঙ্গে সভাপতি হন কুড়িগ্রামের রেজওয়ানুল হক চৌধুরী শোভন।