নিজস্ব প্রতিনিধি: অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে নারী, পুরুষ ও রোহিঙ্গাসহ ৭ জনকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার সকালে সাতক্ষীরা সদর উপজেলা তলুইগাছা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে একজন পুরুষ, তিন জন মহিলা, দুই জন শিশু ও এক জন রোহিঙ্গা পুরুষ রয়েছে। এদের মধ্যে ৬ জনের বাড়ি সাতক্ষীরা ও খুলনা জেলার বিভিন্ন স্থানে।
তলুইগাছা বিওপির হাবিলদার হুময়িন কবির জানান, নায়েক আব্দুল কাদেরের নেতৃত্বে বিজিবির একটি টহলদল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় সকাল ৬ টার দিকে তলুইগাছা মাঠপাড়া সীমান্তের মেইন পিলার ১৩ এর কাছাকাছি এলাকা থেকে নারী ও পুরুষসহ ৭ জনকে আটক করে। পরে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের দায়ে তাদের নামে পাসপোর্ট আইনে মামলা দিয়ে সদর থানায় সোপর্দ করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের মধ্যে একজন রোহিঙ্গা রয়েছে। তাকে জেলা প্রশাসকের মাধ্যমে কক্সবাজারের রোহিঙ্গা স্মরনার্থী ক্যাম্পে পাঠানোর প্রস্তুতি চলছে।
অবৈধভাবে প্রবেশের সময় সাতক্ষীরা সীমান্ত থেকে আটক-৭
পূর্ববর্তী পোস্ট