দেশের খবর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে দেয়া হলফনামায় ৪ পৃষ্ঠা শুধু মামলার বিবরণী দিয়েছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বিকাল ৪টার পর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
ধানের শীষ প্রতীকে নির্বাচনের জন্য মনোনীত প্রার্থী সবার বিরুদ্ধে মামলা রয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, নির্বাচন কমিশনে যে হলফনামা জমা দিয়েছি সেখানে ৪ পৃষ্ঠা গেছে শুধু মামলার বিবরণী লিখতে গিয়ে।
তবে নিজের নামে কতগুলো মামলা রয়েছে সে হিসাব জানা নেই উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আমার বিরুদ্ধে একশ’র ওপর মামলা রয়েছে। আমি হলফ করে দিয়েছি। নির্বাচনে প্রার্থীদের মধ্যে জামায়াতের কেউ নেই জানিয়ে তিনি বলেন, সবাই ধানের শীষের প্রার্থী।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।