খেলার খবর: ইংলিশ প্রিমিয়র লিগে ম্যাঞ্চেস্টার সিটির বিজয়রথ ছুটেই চলেছে। বার্নলে, টটেনহ্যাম, ফুলহ্যাম, সাউদাম্পটন, ম্যান ইউ, ওয়েস্ট হ্যামের পর ইতিহাদ স্টেডিয়ামে ম্যান সিটির ধারাবাহিক সুন্দর ফুটবলের শিকার বৌর্নমাউথ। ঘরের মাঠে ৩-১ গোলে টানা ষষ্ঠ জয় তুলে নিয়ে লিগের শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করল গুয়ার্দিয়োলার শীর্ষ্যরা।
যদিও অ্যাওয়ে ম্যাচে এদিন প্রথমার্ধে ম্যান সিটিকে সমান টক্কর দেয় বৌর্নমাউথ। ১৬ মিনিটে লেরয় সেনের উদ্দেশ্যে বাড়ানো লং বল বিপক্ষ গোলকিপার বিগোভিচ প্রতিহত করলে ফিরতি বল দূরপাল্লার শটে জালে জড়িয়ে দেন বার্নার্দো সিলভা। প্রথম গোলের পরও বৌর্নমাউথ রক্ষণে আক্রমণের ঝড় আছড়ে পড়তে থাকলেও আর গোল তুলে নিতে পারেনি সিটি। বরং প্রথমার্ধের শেষদিকে পাল্টা আক্রমণে সুযোগ তৈরি করে নিতে থাকে বৌর্নমাউথ। সেই সুযোগের ফসল তুলে ৪৪ মিনিটে বক্সের মধ্যে উইলসনের দুরন্ত হেডারে ম্যাচে সমতায় ফিরে আসে তারা।
বিরতির পর ৫৩ মিনিটে বক্সের মধ্যে একক দক্ষতায় রহিম স্টার্লিংয়ের দুরন্ত প্রয়াস পোস্টে লেগে প্রতিহত হয়। যদিও এরপর স্কোরশিটে নাম তুলতে মাত্র চার মিনিট সময় নেন এই ইংলিশ স্ট্রাইকার। ৫৭ মিনিটে দানিলোর শট বৌর্নমাউথ গোলরক্ষক পুনরায় রুখে দিলে জটলার মধ্যে থেকে ফিরতি বল তিনকাঠিতে রাখেন স্টার্লিং। ম্যান সিটি দ্বিতীয় গোল তুলে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে আর ম্যাচে ফিরতে পারেনি অ্যাওয়ে দলটি।
এরপর ৭৯ মিনিটে নিখুঁত ওয়ান টাচ ফুটবলের নমুনা রেখে তৃতীয় গোল তুলে নেয় ‘স্কাই ব্লু ব্রিগেড’। লেরয় সেন, দাভিদ সিলভা থেকে ফের সেন হয়ে বল যায় বক্সের মধ্যে। চকিতে শট নিয়ে চলতি বল জালে জড়িয়ে দেন গুন্দোয়ান। সেইসঙ্গে দলের জয় নিশ্চিত করেন তিনি।
এই জয়ের ফলে ১৪ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থান মজবুত হল গুয়ার্দিয়োলার ছেলেদের। ১৩ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে লিভারপুল। ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে নবমস্থানে বৌর্নমাউথ।