খেলার খবর: রাশিয়া বিশ্বকাপ সাম্পাওলিকে নিজ দেশ আর্জেন্টিনার খলনায়ক বানিয়ে দিয়েছিল। মেসিদের প্রধান কোচের দায়িত্ব নেয়ার পর বিশ্বকাপে যাচ্ছেতাই শুরু করেছিল আর্জেন্টিনা। বাদ পড়তে পড়তে দ্বিতীয় রাউন্ডে উঠলেও স্বদেশের ফুটবলপ্রেমীদের মন ভরাতে পারেননি মেসি-ডি মারিয়ারা। আর তার সবটুকু দায় গিয়ে পড়েছিল কোচের কাঁধে। ওই হারের পর চাকরিও খোয়া যায় তার।
অনেকেই ধরে নিয়েছিল- বিশ্বকাপে এমন বাজে পারফর্ম করা একজন কোচকে কোনও ক্লাবই হয়তো আর টানবে না। কিন্তু সেটা ভুল প্রমাণ করে এবার ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোসের প্রধান কোচের দায়িত্ব নিলেন হোর্হে সাম্পাওলি। সবকিছু ঠিক থাকলে আসছে জানুয়ারি থেকেই ক্লাবটির সঙ্গে যুক্ত হচ্ছেন সাম্পাওলি।
উল্লেখ্য, সান্তোস ক্লাবটি ব্রাজিলের ফুটবল ইতিহাসের অম্লান সাক্ষী হয়ে আছে। এই ক্লাব থেকে ব্রাজিলের তরুণ সব তুর্কিরা উঠে এসেছেন কালে কালে। পেলে, রবিনহো, নেইমার কিংবা উঠতি তারকা রদ্রিগোরাও এই ক্লাবটিরই আবিষ্কার।