ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ মহাকবি মাইকেল মধুসূদন দত্তের অনন্য সাহিত্যকীর্তি বাংলা ভাষা ও সাহিত্যের অমূল্য সম্পদ।
তিনি বলেন, পুরাতন ধ্যান-ধারণা ও মূল্যবোধকে উপেক্ষা করে এ মহাকবি বাংলা সাহিত্যকে নবজীবন দান করেছেন।
আগামী ২৫ জানুয়ারি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে দেয়া এক বাণীতে শেখ হাসিনা এ কথা বলেন।
মধুসূদন দত্ত বাংলা ভাষায় মহাকাব্য রচনা এবং বাংলা কবিতায় অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তনের পথিকৃৎ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলা কাব্যের গতানুগতিক রীতি-প্রকরণ ভেঙে নতুন ছন্দ যোজনায় তিনি আমাদেরকে বিচিত্র কাব্য-সম্ভার উপহার দিয়েছেন।
নাটক, প্রহসন, মহাকাব্য, পত্রকাব্য, সনেট, ট্রাজেডিসহ সাহিত্যের বিভিন্ন শাখায় তার অমর সৃষ্টি বাংলা ভাষা ও সাহিত্যকে উন্নত মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছে বলেও তিনি উল্লেখ করেন।
এই মহাকবির জন্মবার্ষিকী উপলক্ষে তার জন্মস্থান যশোর জেলার সাগরদাঁড়িতে আগামীকাল শনিবার থেকে (২১-২৭ জানুয়ারি) ৭ দিনব্যাপী ‘মধুমেলা’ অনুষ্ঠিত হচ্ছে জেনে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে তিনি আন্তরিক শুভেচ্ছা জানান।
কবির জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং ‘মধুমেলা ২০১৭’র সার্বিক সাফল্য কামনা করেন।