নিজস্ব প্রতিনিধি: আশাশুনিতে ডাঃ রুহুল হকের পক্ষে নৌকায় ভোট চেয়ে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪.৩০ মিনিটে মাড়িয়ালা মুক্তিযোদ্ধা চত্বরে (ডাঃ রুহুল হকের নির্বাচনী অফিসে) এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা ও জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শামিমুজ্জামান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছামাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা কওসার সরদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, বীর মুক্তিযোদ্ধা মকবুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা নিছার আলী, মাষ্টার আরশাদ আলী মোড়ল।
এছাড়া মুক্তিযোদ্ধা সন্তানদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল কালাম, জাহাঙ্গীর আলম, শাহিন আলম, নজরুল ইসলাম, সাইফুল ইসলাম রিটু, নাহিদ আলম, মাহমুদ হোসেন,মুরাদ হোসেন, ওলিউলাহ, নূর ইসলাম, ফেরদাউস,মিজানূর রহমান, মাহমুদ হোসেন, প্রিতম কুমার সরদার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হরিচরন সরদার, দিপংকর মন্ডল, মফিজুল ইসলাম, পরিক্ষেত, কামাল হোসেন,শামিম, বাচ্চু হাফিজুর, ইব্রাহিম প্রমুখ।
বক্তারা বলেন, সাতক্ষীরা উন্নয়নের একমাত্র কান্ডারি সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা: আ.ফ.ম রুহুল হক। তার ঐকান্তিক প্রচেষ্টায় আশাশুনি,দেবহাটা কালিগঞ্জের প্রত্যান্ত এলাকা শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। রাস্তা-ঘাটসহ শিক্ষা প্রতিষ্ঠানে ব্যপক উন্নয়ন হয়েছে। এ অঞ্চলের মানুষ শান্তি বসবাস করতে পারছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে তার অবদান অন্যবদ্য। আগামী নির্বাচনে ডাঃ রুহুল হককে আবারো সাংসদ নির্বাচিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা প্রতীককে ধর্ম-বর্ণ নির্বিশেষে ভোট দেওয়ার আহ্বান জানান।
পূর্ববর্তী পোস্ট