নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদার নিঃশর্ত মুক্তি এবং তার বিরুদ্ধে নির্যাতনমূলক মামলার দায়ে করা আশুলিয়া থানার ওসি মহাসিনুল কাদিরসহ তিন পুলিশ কর্মকর্তাকে অবিলম্বে প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোবববার বেলা ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সাংবাদিক সমাজের ব্যানারে এ কর্মসূচী পালিত হয়। এনটিভি ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি সাংবাদিক সুভাষ চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, দৈনিক কালের চিত্রের সম্পাদক অধ্যাপক আবু আহমেদ, দৈনিক দক্ষিনের মশালের সম্পাদক আশেক-ই-ইলাহি, সমকাল ও এটিএন বাংলার সাংবাদিক এম কামরুজ্জামান, সময় টেলিভিশনের মমতাজ আহমেদ বাপী, আমাদের সময় ও মাছরাঙ্গা টেলিভিশনের মুস্তাফিজুর রহমান উজ্জল প্রমুখ। ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচী থেকে সাংবাদিক নাজমুল হুদার নিঃশর্ত মুক্তি, তথ্য প্রযুক্তি আইনে ৫৭ ধারা বাতিল, সারা দেশে সাংবাদিকদের ওপর হয়রানি ও নির্যাতনের প্রতিবাদ জানানো হয়। একই সাথে সাভারের আশুলিয়ায় কয়েকটি গার্মেন্টসের শ্রমিক অসন্তোষ এবং নিরাপত্তা দেওয়ার নামে কারখানা মালিকদের নিকট থেকে আশুলিয়া থানার ওসি মহাসিনুল কাদিরসহ কিছু অসাধু পুলিশ কর্মকর্তার ঘুষ গ্রহনের খবর বাংলাদেশ প্রতিদিনে প্রকাশ করায় সাংবাদিক নাজমুল হুদাকে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একইসাথে সাংবাদিক নাজমুল হুদার নি:শর্ত মুক্তির দাবি জানানো হয়।
পূর্ববর্তী পোস্ট