বিদেশের খবর: বাংলাদেশের হাইকমিশনার হিসেবে কাজ করা হর্ষবর্ধন শ্রিংলা যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন। দ্রুত তিনি নতুন দায়িত্ব গ্রহণ করবেন।
বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রে দায়িত্বরত ভারতীয় রাষ্ট্রদূত নভেজ সরনার মেয়াদ শেষ হওয়ায় শ্রিংলাকে সেখানে নিয়োগ দেয়া হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ঢাকায় ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেসন্স (আইসিসিআর) এর পরিচালক রিভা গাঙ্গুলি দাস বাংলাদেশে হাইকমিশনার হিসেবে দায়িত্ব পেতে পারেন।
২০১৫ সালের নভেম্বর থেকে ভারতের হাইকমিশনার হিসেবে ঢাকায় দায়িত্ব পালন করছেন হর্ষবর্ধন শ্রিংলা। তিন বছর দায়িত্ব পালনের পর এখন নতুন মিশনে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি।
যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত হচ্ছেন হর্ষবর্ধন শ্রিংলা
পূর্ববর্তী পোস্ট