আশাশুনি প্রতিনিধি॥ আশাশুনির শ্রীউলা ইউনিয়নের পুঁইজালা বিএমআরবি মাধ্যমিক বিদ্যালয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল স্কুলের প্রধান শিক্ষক শ্যামাপদ রায়ের সভাপতিত্বে সমাবেশে প্রধান আলোচক ছিলেন থানা অফিসার্স ইনচার্জ গোলাম রহমান। তিনি বলেন, সন্ত্রাস, জঙ্গী ও নাশকতাকারীদের কোন দল নেই। ইসলামকে পুঁজি করে একটি গোষ্ঠী মেধাবী ছাত্র-ছাত্রীদের বিপথগামী করে ফায়দা হাসিলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদেরকে প্রতিহত করতে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন সন্দেহভাজন কোন অপরিচিত ব্যক্তিকে এলাকায় ঘোরা-ফেরা করতে দেখলে অবশ্যই জনপ্রতিনিধি সহ পুলিশকে জানাতে হবে। এসময় উপস্থিত ছিলেন বিট অফিসার এসআই পিযুশ দাস, এএসআই শরিফুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য রফিকুল ইসলাম,ধ্র“ব ঢালী, সহকারি প্রধান শিক্ষক রমেশ চন্দ্র মন্ডল,আবু মুসা,দীপশিখা সরকার, নিত্যানন্দ সরকার, সুভাষ চন্দ্র সানা, মৃন্ময় গাইন, যুগল মন্ডল, সুকোমল পালিত, বিশ্বজিত ঢালী প্রমুখ। এছাড়া একই দিনে শ্রীউলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুস্তম আলি সরদারের সভাপতিত্বে অনুরুপ সমাবেশে প্রধান আলোচক ছিলেন ওসি গোলাম রহমান। স্কুলের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের উপস্থিতিতে আলোচনা শেষে স্কুল দু’টির উপস্থিত সকল শিক্ষার্থীকে দু’হাত তুলে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী শপথবাক্য পাঠ করানো হয়।
পূর্ববর্তী পোস্ট