নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার শ্যামনগরে আওয়ামী লীগ কর্মীর ব্যাবসা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার (২২ ডিসেম্বর) দিবাগত রাতে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সুন্দরবন বাজারে এঘটনা ঘটে।
জামায়াত-বিএনপির কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে মনে করছেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীসহ ঐ ব্যাবসা প্রতিষ্ঠানের মালিক। আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া ‘সবুজ বাংলা টেলিকম’ নামের ঐ ব্যাবসা প্রতিষ্ঠানের মালিক এলাহী বক্স গাজীর ছেলে সবুজ আহমেদ বলেন, ‘আমিসহ আমার পরিবারের সদস্যরা আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত। নির্বাচনকে কেন্দ্র করে আমার দোকানে আওয়ামী লীগের নির্বাচনী বিভিন্ন কর্মসূচিও সংঘটিত হতো। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় জামায়াত-বিএনপির নেতাকর্মীরা আমার দোকানে আগুন দেয়।’
তিনি আরো বলেন, ‘আগুনে দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। কম্পিউটার, মোবাইল, ট্যাব, ক্যামেরা, নগদ টাকাসহ প্রায় দশ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।’
এ বিষয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান অসীম মৃধা জানান, শনিবার গভীর রাতে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি জামায়াত-বিএনপির নেতাকর্মীরা এসে দোকানে আগুন দেয়। আগুনে দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
শ্যামনগর থানার এস.আই আহম্মাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনা স্থল পরিদর্শন করেছি। এখনো এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যাবস্থা নেব।
পূর্ববর্তী পোস্ট