বিদেশের খবর: আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি সরকারি অফিসে আত্মঘাতী ও বন্দুক হামলা চালানো হয়েছে। এই হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও অন্তত ২৫ জন।
সোমবার রাতে এ হামলা চালানো হয়। আফগান কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
কর্মকর্তারা জানান, এ হামলায় নিহতদের বেশিরভাগই সরকারি কর্মচারী। বন্দুকধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রায় সাত ঘণ্টা গোলাগুলি হয়।
জানা গেছে, প্রথমে গণপূর্ত মন্ত্রণালয়ের বাইরে আত্মঘাতী হামলা শুরু করে বন্দুকধারীরা। এরপর তারা প্রতিবন্ধী ব্যক্তি ও শহিদ পরিবার বিষয়ক জাতীয় কর্তৃপক্ষের ভবনে ঢুকে বেসামরিক ব্যক্তিদের জিম্মি করে।
সূত্র: বিবিসি, আল-জাজিরা
কাবুলে সরকারি অফিসে হামলা; নিহত ৪৩
পূর্ববর্তী পোস্ট