আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলা সমাজ কল্যাণ পরিষদের সভা মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানার সভাপতিত্বে সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রভাস চন্দ্র সরদার, সমাজ সেবা অফিসার জামাল উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আলী নূর, সমবায় অফিসার জি এম আনছারুল আজাদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, এসএপিপিও আঃ গণি প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বাছাইকৃত ১১ জন দুস্থ ব্যক্তিকে ঘর মেরামত ও চিকিৎসা সহায়তার জন্য ৫৫ হাজার টাকা অনুদান প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।
পূর্ববর্তী পোস্ট